চোখের পানি ধরে রাখতে - TopicsExpress



          

চোখের পানি ধরে রাখতে পারবেন না, আমিও পারি নাই। মনটা আসলে খুব খারাপ, আমার ফেসবুকের এক বন্ধু। তার সাথে খুব আন্তরিকভাবে কিছু কথা আলোচনা করলাম। আমি আমার কথা গুলো কেটে শুধু তার কথা গুলো হুবুহু তুলে পোস্টে দিলাম। আমরা কি করতে পারি এই ভাইয়ের জন্য ??? **আমার কাছে মনে হয়েছে আমার দুঃখগুলো আপনার সাথে শেয়ার করা দরকার।জানিনা কিভাবে নিবেন। আমার জীবনে এই প্রথম আমার কষ্টগুলো কাউকে বলছি।এতে আমার কষ্টগুলো যদি একটু কমে।এখন যা বলব তার সবকথা মনেহয় আর কাউকে জীবনেও বলা হবেনা? আমার বয়স ৭ মাসের সময় আমার মা আমার জীবন থেকে হারিয়ে যায়!!! বাবা তখন বিদেশে।এরপর আরেক মা আসল সে ত আমাকে দেখতেই পারতনা। বাবা আবার বিদেশে গেল সেও চলে গেল।দেশে এশে বাবা আরেক বিয়ে করল সে শেষ পর্যন্ত বাবাকেই নিয়েগেল তার গ্রামের বাড়ি চাঁদপুরে {কুমিল্লা থেকে} আমি বড় হলাম দাদা-দাদী.R চাচা-ফুফুদের কাছে কোন দিনও কারোকাছে দুখ আজো বলতে পারলামনা এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। সবাই শুধু টাকা চায় দুঃখ শোনতে চায়না। এর মধ্যেই যখন ক্লাশ সেভেনে পড়ি তখনি ভাললাগে আমার ঘরনিকে।এভাবেই জীবনটা চলতে লাগল। আমি যখন inter 2nd yer এ তখনি জীবনের বড় বীপর্যয় এসে দেখা দেয় আমার সামনে।আমার নিয়তি তখন এমন যে চাচা দুজনে সংসারি হয়ে আমার পড়ালেখার খরচ দেওয়া বন্ধ করে দিল। আমি যেন ঠাই হারিয়ে ফেললাম! আশ্রয়ের খুজে সিদ্ধান্ত নিলাম বিয়ের।কারন বৌ জব করত বাবলাম পড়াশোনাটা শেষ করব।বিয়ে করে পড়লাম আরেক বিপদে হাল ধরতে হল সংসারের।বাইরে থেকে আলো দেখলাম ভীতরে অন্ধকার। বৌ বেতন পায় ১৫০০ R আমি ২৫০০ এভাবে অনেক কষ্টে চলতে লাগলাম।এক বড় ভাইয়ের পরামর্শে নিলাম প্রথম সন্তান।তার পর মনে হল ভাগ্যের পরিবর্তন হল।অনেক কষ্টে টাকা না থাকা শর্তেও শুধু মনের যোরে ধাড়দেনা করে দোকান দিলাম।সফলতা ও আসতে লাগল। ১ বছরে প্রায় ৩লক্ষ্য টাকা দেনা শোধ করলাম দোকানের পুজি RO ১ বছর পর হল সালামি সহ ৪ লক্ষটাকা।এরমধ্যে একা হাফিয়ে উঠলাম ভাবলাম কষ্ট লাগবের জন্য ১ জন সহকারী দরকার নিলাম ও কিন্ত কপাল পুড়ল চুরি করে ভাগল। এরকম RO 2জন ভাগলো ভিবিন্ন ভাবে।পরে আনলাম আমার মার বর্তমান সংসারের ছেলেকে।মনে হল মা গর্ভধারিনী তারও হেল্পহল ভাইয়ের বেতনের চেয়ে মাকে বেশি টাকাদিব।ভাইয়ের সব খরচ আমার R ভাই বড় হলে ঢাকায় 1টা দোকান দিয়ে দিব।বিধিবাম ভাই প্রায় ৪০০০০ টাকার উপরে মেরেদিল। হাতেনাতে ৫০০০ টাকা ধরলাম মাকে দেখালাম মা বিশ্বাস ই করলনা।উলটো আমাকেই মিথ্যাবাদি বানাল এবং আমার ১৩ দিনের মেয়েকে সহ আমাকে অভিশাফ দিল। সফলতার কারনে মানুশের চোখে পড়ে গেলাম।বাড়ীওয়ালা ৩ বছরের দোকানের সময়।১ বছর আগেই দোকান ছাড়তে বাধ্য করল।মালামাল নষ্ট হল ৩ লাখ টাকার এগুলো বিক্রি করলাম ৫০০০০ হাজার টাকায়।আজও বাড়ীওয়ালার কাছে ৩৭০০০ টাকাপাই দিবে বলেও দিচ্ছেনা।আমার ত R যোর নেই তাই!!! উপায় খোজে না পেয়ে আগের দোকান ছিল [ষ্টেশনারী.খেলনা.ও গিফটের] এখন দিলাম মুদি যাআমার জন্য নতুন অভিজ্ঞতা [মাযে অর্ধেক ভাগে বন্ধুর সাথে ipo ধরেও রক্ষা হলনা সেও ঠকাল ।৭ টা শেয়ার পাইলাম এলটমেন লেটার আমার কাছে দিল বউ হারাইয়া ফেলল।শেয়ারের দাম ছিল ৯২ টাকার উপরে সে ৯২ টকার উপরেই বিক্রি করল আমাকে জানাল এলট মেন পেফারের জন্য নতুনঅবস্থায় বিক্রি করতে পারছেনা।পরে ৩৫০০০ শেয়ার বিক্রি করল ৪২ টাকা করে।ইনবেষ্ট আমার r লাভ খেল সে এই হল আমার কপাল!!! যাক মুদিতেও ৫ কর্মচারীর চুরির পর এক বছরের মাথায় মন উঠেগেল ব্যাবসা থেকে। তারমাযে দুবার অসুস্থ হয়ে কিছু দিনের বেবদানে ৩মাস দোকান বন্ধ যা হওয়ার তাই হল। চুরদের কারনে লস আর লস।এরপর শেয়ার বিজ না বুজেই সিদ্ধান্ত নিলাম বিনিয়োগ করার।ভাবলাম এখানে চুরি ত কেউ করতে পারবেনা।বিধিবাম না বুযে মুদি দোকান ৩লাখ টাকা লচে ছেরে চাচার কাছ থকে ধার আনলাম ২৫০০০০ লাখ।মোট ৫০০০০০লাখের বিনিয়োগ এখন ৩ লাখো টিকে রইলন উপরের শেয়ার সংখ্যা ৩৫হজার নয়।৩৫ শ হবে মুদি দোকন যার কাছে বেচলাম তার কাছেও ৭০০০০ হাজার আটকে ডেটওভার চেঞ্জ করতে পারছেনা বিধায় মনে হয় ২০০০০হজার ও পাবনা।তাই কষট আর সইতে পারিনা। যদি সন্তান ২ টা না থাকত মনে হয় মরেই যেতাম।আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমার বউয়ের উছিলায়।সে ই আজকে ৩ বছর সংসার টাকে টেনে নিয়ে যাচ্ছে।যাকে আজও আমি সুখি করতে পারিনি আর্থীকভাব। এখন আমি জীবনের কোন কিছুই খুজে পাইনা।চারদিকে শুদুই হতাশা।আমার আকুল আবেদন আমিযেন এই শেয়ার মার্কেট দিয়েই কিছু করতে পারি।দয়াকরে বড়ভাই হিসাবে সেই সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা গুলো আমাকে দিয়ে অনুপ্রাণিত করবেন।এটাই আপনার কাছে আমার ছাওয়া আর আপনার জীবনের পোষ্টটা আমাকে শেয়ার করেন। ভাই বিরক্ত হলে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনার মেয়ের নামটা কিন্ত বললেন না তো ?***
Posted on: Tue, 12 Aug 2014 12:50:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015