চেতনায় গদি সেইফ - TopicsExpress



          

চেতনায় গদি সেইফ এক্সিটের শর্তে ক্ষমতা ছাড়তে রাজি হাসিনা দেশছাড়ার সুযোগ, পুত্র জয় ও বোন রেহানার নিরাপত্তাসহ নিজের ঘনিষ্ঠ ২১ জনের নিরাপত্তার নিশ্চয়তা পেলে ক্ষমতা ছাড়তে রাজি শেখ হাসিনা।তবে এ জন্য আরো কয়েকটি শর্তও দিয়েছেন প্রধানমন্ত্রী।একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, দেশের চলমান এই বিপর্যস্থ পরিস্থিতিতে দ্রুত ক্ষমতা ছেড়ে দেবার জন্য সরকারের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকতা ও এসএসএফ এখন প্রধানমন্ত্রীর উপর প্রবল চাপসৃষ্টি করেছে। এছাড়াও,বর্তমান সরকারের উপর চাপ রয়েছে আমেরিকা ব্রিটেনসহ ইউরোপিয় ইউনিয়নের।ইউরোপিয় ইউনিয়নের একটি দেশ গত ৯ মাস ধরে বাংলাদেশে রাষ্ট্রদুত নিয়োগ দিচ্ছে না। এনিয়ে কুটনৈতিক সম্পর্কও সরকারের সাথে চরমে উঠেছে ইউরোপিয় ইউনিয়নের এরকম খবর জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। সূত্র আরও জানায়,আমেরিকান নতুন রাষ্ট্রদূত হিসেবে যে নারী কুটনীতিককে নিয়োগ দিয়েছে আমেরিকা, তিনিওদায়িত্ব পালন শুরুর আগেই সরকারের সাথে বিরোধী দলেরসাথে চুড়ান্ত সংলাপ বাস্তবায়নের মিশন নিয়ে কাজ করছেন।আর শেষসময়ে এসে আওয়ামীলীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যাপারে রহস্যজনক ভাবে নীরবহয়ে পড়েছে ভারত সরকারও। এঅবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় দূতাবাস সূত্রগুলো থেকে একরম আভাসই পাওয়া গেছে।শেখ হাসিনার এক্সিট নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সাথে মোবাইলে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। এসময় সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকেজানান,দেশের এমন পরিস্থিতিতে জোরকরে প্রশাসন দিয়ে সরকার টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় প্রশাসনিক ক্ষমতা বেশিদিন টিকিয়ে রাখা অসম্ভব।এদিকে, এরশাদও জাতীয়পার্টিকে সংসদে বিরোধীদলএবং মন্ত্রীদের মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সরকারের দায়িত্বশীল একটি সুত্র জানায়,প্রধানমন্ত্রী বিষয়টি জানার পর এরশাদকে দুদিন আগে ডেকে কথাও বলেন।কৌশলী এরশাদ এরইমধ্যে বিএনপির জোটে থাকা জাতীয় পার্টিরএকাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের সাথে সব আলাপ সম্পন্ন করেছেন। বিএনপি ক্ষমতায় যাবার পর তার মামলাগুলোর ব্যাপারে সুরাহার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন এরশাদ। শেষ বয়সে আর জেলে যেতে চান না এরশাদ, বলে জানান এরশাদের একজন প্রভাবশালী উপদেষ্টা।সামরিকবাহিনীর এই ইচ্ছার বিষয়টি নিয়ে রাজনৈতিক পাড়ায়ও গুঞ্জন চলছে। সামরিক বাহিনীর কাছে শেখহাসিনা কয়েকটি শর্তদিয়েছে তারমধ্যে তাদের পরিবারের নিরাপত্তাই প্রধানশর্ত। বিগত ৬ বছরে যে পরিমাণ মানুষ হত্যা ও দু:শাসন চালিয়েছে তাতে ক্ষমতা ছাড়া মাত্রই গণরোষে শেখ হাসিনা, তার পরিবার ও দলের নেতাকর্মীদের টিকিটিওখুঁজে পাওয়া যাবে না বলে মনে করছেন স্বঘোষিত সরকারটি। আরসে কারণে জীবন ও সম্পদের নিরাপত্তার বিনিময়ে ক্ষমতা ছেড়ে দেবারপক্ষে রাজি হয়েছেন তিনি।উল্লেখ্য, শেখ হাসিনা ২০০৮সালেও ততকালীন সেনাপ্রধান মঈনের সাথে আঁতাত করে ক্ষমতায় বসেছিল।তবে এবার সমঝোতা করছে ক্ষমতায় বসার জন্য নয় জীবন ওদূর্নীতি করে কামানো অর্থ ওসম্পদের রক্ষার জন্য।তবে সময়েই বলে দিবে শেষবিচারে জনগণের রোষ থেকে আদৌও রক্ষা পাবে কীনা শেখ হাসিনা সূত্র :---- facebook/l.php?u=http%3A%2F%2Fnewsbd7%2Fmain%2Fdetail%2F1981&h=cAQGFglao&enc=AZOEGqgqN2_2GZI4hp7VaFfa2SL8tSGktwLyyLEgv8Ku6V-tCSw_bBEoZfVXzRZRqygv9sGGgGndrSWAd_Q4xuGf&s=1
Posted on: Mon, 26 Jan 2015 17:43:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015