চেন্নাই এক্সপ্রেস মুভি - TopicsExpress



          

চেন্নাই এক্সপ্রেস মুভি দেখা শুরু করলাম এই মাত্র । প্রথমেই দুটি ভুল ধরা পড়লো । ভুল নাম্বার এক ঃ ২০১৩ সালে ভারতের জার্সির রং আকাশী ছিল না , পুরো নীল ছিল । ভুল নাম্বার দুই ঃ শচিন ২০১৩ সালে পাকিস্থানের বিপক্ষে ৯৯ রানের কোন ইনিংস খেলে নাই । আৃতীয় আরও এটি খুব সম্ভব ভুল আছে , সেটা হল ২০১৩ সালে শচিন পাকিস্থানের বিপক্ষে কোন ্যাচই খেলা নাই । পুরো বাকওয়াস তথ্য দিয়ে মুভি শুরু । আমি জানি , কেউ কেউ প্রতিবাদ করা শুরু করবে , শাহরুখের আমার মতোই অনেক ফ্যান আছে । কিন্তু আমি তবু বলবো । কারন , এটা এখন আমার কাছে এটা জাতীয় ইস্যু , যখন আরা জাতিগত ভাবে নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠেছি । যদি এই ভুল বাংলাদেশের জলিল বা সাকিবের কোন মুভিতে দেখা যেতো তবে তো বাঙালির ঠাট্টার শেষ থাকতো না । আর হুমায়ূন আহমেদ স্যার এর লেখার ভুল বের করেছিলেন স্বয়ং তার ভাই ( তথ্যগত ভুল ) ।। তাই বলে হুমায়ূন স্যার তার ভাইকে বলেন নাই বা পাঠক কেও বলেন নাই , আমার বই পড়েন কেন ? ভুল ধরার জন্য পড়ি , একটু দেখবার চাই , যারা শাহরুখ আর হিন্দি ছবি নিয়ে চিৎকার করে আর জলিল সাকিবের ভুল ধরতে ব্যস্ত থাকে তাদের চোখে শাহরুখের মুভির ভুল ধরা পড়ে নাকি । এখন অব্দি অনেকেই চেন্নাই এক্সপ্রেস মুভি দেখেছে , কই সেসব সমালোচক ? এই ভুল তাদের চোখে ধরা পড়ে নাই ? নাকি তারা বিদেশী দালাল যারা বাংলাদেশকে সব সবসময় নিচে নামানোর চষ্টা করে ।
Posted on: Mon, 19 Aug 2013 06:53:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015