চবি ‘সি১-সি৩’ এবং - TopicsExpress



          

চবি ‘সি১-সি৩’ এবং ‘বি২-বি৭’ ইউনিটে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন/ চবির রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কোর্সে ‘সি১-সি৩’ এবং ‘বি২-বি৭’ ইউনিটে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর মো. আনোয়রুল আজিম আরিফের সভাপত্বিতে সোমবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটি সচিব এস. এম. আকবর হোছাইন জানান, ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে বিবিএ প্রোগ্রামে ‘সি১-সি৩’ ইউনিটের ভর্তি পরীক্ষা ০৫ নভেম্বরের পরিবর্তে আগামী ০৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি.এ অনার্স কোর্সে ‘বি২-বি৭’ ইউনিটের ভর্তি পরীক্ষা ০৬ নভেম্বরের পরিবর্তে আগামী ০৭ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এছাড়া এ সব পরীক্ষা পূর্ব ঘোষিত কেন্দ্রসমূহ এবং সময় অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আইন অনুষদের অধীনে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। bdresults24/chittagong-university-admission-test-result-2014-15/
Posted on: Mon, 03 Nov 2014 08:44:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015