চুমু উরফে KISS সম্পর্কে - TopicsExpress



          

চুমু উরফে KISS সম্পর্কে কিছু তথ্যঃ ০১। ফেব্রুয়ারী ৫ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস ! ০২। সাধারন চুমুতে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীরভাবে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন ! ০৩। চুমু সম্বন্ধে যে বিদ্যা তার নাম Philematology ! ০৪। প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে একধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে ! ০৫। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড…!! এটা করা হয়েছিলো ২০১ সালের ভ্যালেন্টাইনস ডে তে।এই যুগলের পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো। ০৬।সিনেমাতে সবচেয়ে দীর্ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচ সেকেন্ড্ । সিনেমার নাম “You’re in the Army Now” (১৯৪১সালের)। ০৭। মূল ধারার এক সিনেমাতে সবচেয়ে বেশ রেকর্ড ১২৭ বার DonJuan (১৯২৭ সালের) সিনেমাতে ! ০৮। আমরা যেটাকে ফ্রেন্চ কিস হিসেবে জানি ফ্রান্স এ তার নাম Embrasser Avec la Langue! ০৯। সকল পুরুষদের কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষনীয় ঠোটের মালিকিনি কে? জরিপ অনুযায়ী Angelina Joli (এনজেলিনা জোলি) ১০। চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematophobiaরোগ হয়েছে…!.................Shamol dutta joy
Posted on: Sun, 20 Oct 2013 09:56:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015