চ্যাম্পিয়নস লীগ - TopicsExpress



          

চ্যাম্পিয়নস লীগ টি-টুয়েন্টির সবকটি ম্যাচ সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশন। হুদাই…এর আগে কোটি কোটি টাকা খরচ করে ইউরো দেখিয়েছে…চ্যাম্পিয়নস ট্রফি দেখিয়েছে.…আর ভারতের সব খেলাই তো এরা দেখায়, এমনকি সাধারণ প্রস্তুতি ম্যাচ ও…! কিন্তু দেশের ঘরোয়া টুর্নামেন্ট দেখাতে তাদের ভীষণ অনীহা…! চ্যানেল নাইন ও আইপিএল দেখায়, বিপিএল দেখায় কিন্তু ডিপিএল, এনসিএল দেখাতে তাদের অনীহা…! হ্যা অনেকেই বলতে পারেন, " আইপিএল, চ্যাম্পিয়নস ট্রফি-লীগ, ইউরো, বিপিএল তারা সত্ত্ব কিনে দেখায়.…কিন্তু ডিপিএল,এনসিএল নিজেদের ক্যামেরা দিয়ে দেখাতে হয় বলে দেখায়না" কেন ভাই? যত টাকা খরচ করে এইসব ইউরো, আইপিএল, চ্যাম্পিয়নস ট্রফি দেখায় তত টাকা ও খরচ করতে হবেনা যদি তারা নিজেদের ক্যামেরা দিয়ে দেখায়। আপনারা বলতে পারেন, " নিজেরা দেখাতে চাইলে অনেক কিছু জানা থাকা লাগে, টেকনিক্যালি স্কিলড না হলে পারা যায়না" তাহলে তারা ব্রডকাস্ট কোম্পানী ভাড়া করে দেখাতে পারে। কেন? চ্যানেল নাইন দেখায়নি? বিপিএল, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো তারা রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশনের সাথে চুক্তি করে দেখিয়েছিলো…! দেখালে কিন্তু লস হবেনা…লাভই হবে। দর্শকের কিন্তু অভাব নেই দেশে…! পেজে খেলার লাইভ আপডেট দিলেই দেখা যায় সবার কমেন্ট- " কালা কোন কানালা দেককা?" ( খেলা কোন চ্যানেলে দিচ্ছে) - আবিদ
Posted on: Mon, 16 Sep 2013 16:27:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015