ছোট বেলা থেকে আমাদের - TopicsExpress



          

ছোট বেলা থেকে আমাদের আশপাশের হিতাকাংখি মানুষ গুলোর কাছ থেকে অহরহ শোনা কিছু অমর বানী। কিন্ডারগার্টেন এ: :বাবু, বড় হয়ে কি হতে চাও।ডাক্তার না ইঞ্জিনিয়ার? (যেন এই দুইটা ছাড়া জগতে আর কোন পেশা নাই।) স্কুল পাশের পর: ।ক্লাসে 1st,2nd হইস, গোল্ডেন পাইস ভাল,অই কানা আক্কাসের পোলাও ত গোল্ডেন পাইসে ,আমাগো সময় যে পাস করত,সেও তোমাদের গোল্ডেন পাওয়া দের থেকে বেশি জানত। (কানা আক্কাসের সোনা মানিক পোলা প্রশ্ন পাইয়া, নকল কইরা গোল্ডেন পাইসে,আপনি পাস কইরা বেশি জানেন,তো আমি কি করবো?? আমি তো পইড়া পাইসি,তাও যদি তুলনা শোনা লাগে) কলেজে: :ভাল।ছেলে মেয়ের একলগে ক্লাস।দেখ, রাজনীতি, প্রেম-পিরীতি বাদ দিয়া যদি লেখাপড়াটা করতে পার। (আরে বাপ,যেমনে বলতেসেন মনে হয়,কলেজে গেলেই সবার একটা কইরা বউ জুইটা যায়) HSC pass এর পর:: হে হে।এইবার বুঝবা admission er ঠেলা কারে কয়।সারা দেশের সব বাঘা ছাত্র গো লগে যুদ্ধ। (হুম।তো কি হইছে,আমি কি এ জন্য লুংগি কাচা দিয়া যুদ্ধে নামবো? নাকি কচু গাছে গলায় দড়ি দিমু??) চান্স পাওয়ার পর:হুম ভাল মেডিকেলে তো আর চান্স পাও নাই।শুনলাম বুয়েটের থেকে পাস করলে চাকরি নাই।যাক দেইখো ব্যাংকে চাকরি লাগলে আমার কাছে কইয়ো। (মন্তব্যের ভাষা নাই।মনটায় চায় এই টাইপ মানুষদের মুখে সুপার গ্লু লাগায় দিতে) জীবনের অনেক টা সময়,অন্যের কাছে নিজেকে prove করতে করতে আমরা সময় টা অপচয় করি।আর না।এবার বাঁচি না একটু নিজের জন্য।কোন যন্ত্রের মত না, বাঁচি একটু মানুষের মত,একটু নিজের মত করে।
Posted on: Sat, 25 Oct 2014 04:24:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015