ছোটবেলা থেকে প্রতিরক্ষা - TopicsExpress



          

ছোটবেলা থেকে প্রতিরক্ষা বাহিনীর প্রতি প্রবল আকর্ষন আমার। ক্লাস ওয়ান থেকে এইচএসচি পর্যন্ত মানুষের জীবনের লক্ষ্য অনেকবার বদলায়। কখনো ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার কখনো ব্যাংকার, আবার পিচ্চিকালে কখনো ভ্যানওয়ালা রিকশাওয়ালাও হতে ইচ্ছা করে। কিন্তু আমার aim in life সবসময় একই ছিল(army officer) কিন্তু কারনটা বদলাতো। যেমন- *ওয়ানে পড়ার সময় যখন ক্যান্ট পাবলিক স্কুলে যাওয়ার পথে সৈনিকদের কুচকাওয়াজ করতে দেখতাম তখন army তে যেতে ইচ্ছা করতো লেফট রাইট করার জন্য। বাসায় এসে নকল করতাম Lt Rt Lt Lt Rt Lt *ক্লাস থ্রিতে পড়ার সময় দেখতাম অফিসার রা স্কুল ভিজিটে এলে স্কুলে সাজ সাজ রব পড়ে যেত। স্যার ম্যাডাম দের কাপাকাপি শুরু হয়ে যেত। তাই দেখে মনে হত আমি অফিসার হলে আমাকে দেখেও কাপবে! *ফাইভে পড়ার সময় মামার বাসায় বেড়াতে যেয়ে দেখলাম অফিসারদের সবাই কত সম্মান করে, স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। আর ফ্রি গাড়ি তো আছেই। *সেভেন এইটে পড়ার সময় বিটিভিতে অনির্বাণ হতো। ডিফেন্সের উপর এবং অফিসারদের নিয়ে অনুষ্ঠান। সেগুলো দেখেও অনুপ্রাণিত হতাম। * আর নাইন টেন এ যখন মাসুদ রানা পড়া শুরু করলাম তখন তো রাস্তা ঘাটে পাগল দেখলেই স্পাই ভাবতাম। স্কুলের কাছের বন্ধুরা, টিচার রা আমার আর্মি প্রীতি সম্পর্কে জানতো। দুই একজন স্যার মজা করে স্যালুট দিত আর ফ্রেন্ডরা ক্যাপ্টেন মীম বলে ক্ষেপাতো। যাই হোক, HSC এর পরে আব্বু মেডিকেল কোচিং এ ভর্তি করে দিল বাট আমার মন পড়ে ছিল আর্মিতে। ডিফেন্স গাইড, I.Q test এর বই কিনে এনে চুরি করে পড়তাম আর প্রায়ই ক্লাস মিস দিতাম। বাসায় বলতাম যে আজ এই ছুটি কাল সেই ছুটি। কিন্তু একদিন খেলাম ধরা। আব্ব্রুর ফ্রেন্ডের ছেলে ঐ একই কোচিং এ পড়তো। তো একদিন ফোন করে মাকে বলে যে, আজকে মামুনি ক্লাসে আসেনি কেন? আজ তো বড় পরীক্ষা ছিল। ধরা খেয়েও মাকে পোক পাক দিয়ে ম্যানেজ করলাম। মরার উপর খাড়ার ঘা এর মত বাসায় ছিল দাদী। আমি কত ঘন্টা ঘুমাইছি, কত ঘন্টা পড়েছি, পড়তে পড়তে কতবার বই রেখে উঠছি সব আব্বুর কানে পাচাড় করে দিত। যথাসময়ে ভর্তি পরীক্ষা হল এবং আমি পেলাম ১০০ এর ভিতর -.২৫!! কারন টা নাহয় নাই বা বললাম। কিছুদিন পর আর্মিতে এক্সাম দিলাম। শত্রুর মুখে ছাই দিয়ে মেডিকেল, ভাইভা, রিটেন এ টিকলাম। তারপর ঢাকায় গেলাম ISSB এর জন্য কোচিং করতে। দুই মাস পড় ISSB বোর্ড ফেস করলাম বাট রিজেক্ট হলাম। :-( :-( :-( স্বপ্ন ভাঙ্গার কষ্ট যে কতটা তীব্র সেটা সেদিন বুঝলাম। ব্যার্থতা নিয়ে বাড়ি ফেরত আসলাম। নানা লোকের টিটকারি হজম করতে লাগলাম। প্রায় সবাই ই নাকি আগে থেকেই জানতো যে হবেনা! অথচ প্রিলিতে টেকার পরে এরাই কত তোষামদ করেছিল। এই সময়ে এগিয়ে আসলো আব্বু। বলল যে ফাষ্ট টাইমে কয়জন ই বা টেকে। কিছুদিন পর আবার মেডিকেল কোচিং এ ভর্তি হলাম। নিজের স্বপ্ন তো পূরণ করতে পারিনি দেখি আব্বু আম্মুর টা পাড়ি কিনা। তবে এখনো আশা ছাড়িনি। MBBS কমপ্লিট করার পর আবার আর্মিতে ট্রাই করবো। হলে হবে, না হলে নাই।
Posted on: Sun, 28 Sep 2014 14:49:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015