ছোটবেলার সেরা দশ ধারনা - TopicsExpress



          

ছোটবেলার সেরা দশ ধারনা যা মনে হলে এখনও অবাক হয়ে ভাবি এত ছোট আমি আছিলাম কিভাবে?? :-p ১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ। ২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না। ৩) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা, সাড়ে একটার পর সাড়ে দুইটা। ৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না। ৫) কোন ফলের বিচি খাইয়া ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়। ৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়। ৭) "আই লাভ ইউ" খুব খারাপ একটা শব্দ, একেবারে অশ্লীল। ৮) গত শুক্রবার ছবিতে দেখলাম ওমর সানী মারা গেছে এই ছবিতে আইল কেমনে? ওরা কি তাইলে জমজ ভাই। ৯) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি এইটা কেমুন সিস্টেম? ১০) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে? নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে,হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় চিন্তা কইরা পাইনা ছোট বেলায় এত বেয়াক্কল কেমনে ছিলাম কোনো সময় ; আসলেই ছোট আছিলাম। আমার মত বেয়াক্কল কে কে ছিলেন জানান. :-p :-p :-D শাখাওয়াত
Posted on: Wed, 07 Aug 2013 22:48:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015