ছাত্রলীগের কমিটিতে - TopicsExpress



          

ছাত্রলীগের কমিটিতে পদ প্রার্থীর সাক্ষাৎকার! ‘কমিটিতে পোস্ট চাইতাছো, তোমার যোগ্যতা কি?’ ‘চাইনিজ কুড়াল ব্যবহার করতেজানি, চাপাতীর চাইতে বেশি ধার!’ ‘হুম! এটা একটা গুরুত্বপূর্ণ যোগ্যতা। এইবার বল, জাতির পিতা কে?’ ‘জ্বি বস, শেখ মুজিব’! ‘উত্তর সঠিক হইছে! জাতির মাতা কে?’ ‘সেটাতো জানিনা, তবে মনে হয় শেখ হাসিনা!’ ‘এই ব্যাটা কি কইলি?’ ‘বস ভুল হইয়া গেছে, আমি আসলেজানিনা’। ‘তোর পুরা নাম কি?’ ‘জ্বি গোলাম আযম’ হেই মিয়া, গোলাম আযম নাম লইয়া আইছো ছাত্রলীগের কমিটিতে ঢুকতে? তোমার সাহস তো কমনা! নেতার চোখ হতে আগুনঠিকরে বের হয়। ‘বাপে ভুল করছে, আমার নাম তোআমি রাখিনাই’। ‘যাউজ্ঞা ভুল করছো ভুলের কাফফারা দিতে হইবো, কমিটিতেতোমার যায়গা নাই’। ‘জ্বি, কাফফারা আগেই দিয়া দিছি!’ ‘কেমনে দিলা?’ ‘পোলার নাম রাখছি, শেখ মুজিব!’ বাহ! বাহ! এই একখান ভালো কাম করছো, আনন্দে নেতার চোখ চকচক করে ওঠে! ‘তা কমিটিতে পোস্ট পাইতে হইলে নামের আগে পিছে কিছু একটা টাইটেল থাকতে হয় জানোতো? তোমার নামের লগে কিআছে?’ ‘জ্বি আমারে নিজের নামে কেউডাকে না, আমারে শেখ মুজিবেরবাপ বলেই সবাই চিনে!’ কি বললি? রাগে থর থর করে কেপে ওঠে নেতা! ভয় পেয়ে যায় গোলাম আজম! স্যরি বস, এটা ছাড়াও কেউ কেউ পুরা নামেই ডাকে। ‘হেইডা আবার কি? তাড়াতাড়ি কইয়া ফালা!’ ‘অনেকে বলে, শেখ মুজিবের বাপ গোলাম আজম!’ বুক চেপে ধরে নেতা, এই তোরা কে কোথায় আছিস! এম্বুলেন্স ডাক আমারে হাসপাতালে নিয়ে যা! Ziaul Haque
Posted on: Thu, 05 Sep 2013 17:21:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015