ছেলেদের নিয়ে কিছু সত্য - TopicsExpress



          

ছেলেদের নিয়ে কিছু সত্য কথা: • ছেলেরা মেয়েদের চেয়েও বেশী আবেগপ্রবন হয়, যদি সে সত্যিকারে কাউকে ভালোবাসে • একটা ছেলে সারাদিন অনেক মেয়ের সাথে ফ্লারট করতে পারে কিন্তু, দিনের শেষে যখন সে ঘুমাতে যায় তখন তার মনের মানুষের কথাই ভাবে • ভালোবাসার মানুষের একটু হাঁসিরজন্য অনেক কিছুই করতে পারে • এবং ছেলেটা সব সময়ই চাইবে তার ভালোবাসার মানুষ শুধু তার সাথেই সারাক্ষণ কথা বলুক • যদি ছেলেটা কখনো তার সমস্যার কথা বলে তার মানে শুধু এটাই যে, সেচায় তার ভালোবাসার মানুষ তার কথা শুনুক। কোন উপদেশ বা অন্যকিছুর জন্য নয়। • ছেলেরা আসলেই অনেক বেশী আবেগপ্রবণ যতটা না কেঁউ ভাবে • শুধু মাত্র মেয়েরাই ছেলেদের একমাত্র দুর্বলতা • ছেলেটি যদি বলে আমাকে একটু একা থাকতে দাও এর মানে হচ্ছে “ আপনি তাকে ছেরে যাবেন না, কাছেই থাকুন” • এটা ঠিক ছেলেরা হয়তো নিজের সব ভুল নিজেরা দেখতে পারেনা (সব মানুষী এমন কম এর বেশী) হয়তো একটু একগুয়ে হয়, কিন্তু এক জনের কাছেই সে নিজের সব ভুল মাথা নুয়িয়ে স্বীকার করে নিবে যাকে সে ভালোবাসে • যখন একটা ছেলে রাত জেগে সময়, ঘুম বা স্বাস্থ্য কোন কিছুর কথা না ভেবে কারো সাথে কথা বলে, তখন এটাই ভাবা উচিৎ যে সে তাকে অনেক বেশী পছন্দ করে এবং সব সময় তার কাছে থাকতে চায়। [ছেলেরা একমত হলে সবাই লাইক দিন ও শেয়ার করুন আর মেয়েরা তো জিব্বনেও লাইক দিবে ন নিঃসঙ্গ স্বপ্নীল রিয়াজ
Posted on: Sun, 18 Aug 2013 05:02:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015