জিআরই দেবার পর থেকে ভিসা - TopicsExpress



          

জিআরই দেবার পর থেকে ভিসা পাবার আগ পর্যন্ত যা আপনার জানা দরকারঃ After taking GRE to USA VISA: Total Stages [For FALL-14 to later] 1. University Selection: একটা এমেরিকান ইউনিভার্সিটিতে ফুল ফান্ডিং পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন হল আপনার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটিতে আবেদন করা। ধরে নিচ্ছি, আপনার জিআরই, সিজিপিএ ৩১০,৩.৪০। আপনাকে গত বছরের ডেইটা থেকে বুঝতে হবে কোন ইউনিভার্সিটি আপনার জন্য। একটা ইউনিভার্সিটি মিনিমাম জিআরই চাচ্ছে ৩১০।. সেই ইউনিভার্সিটিতে আপনার ফান্ডিং পাবার সম্ভাবনা কম (এডমিশন্‌ পেতেই পারেন) কারন কি? ওরা বলেছে, মিনিমাম!! সো, বি কেয়ারফুল। যদি আপনার বাকি সবকিছু ভাল থাকে (যেমন বেশি সিজিপিএ, টুকটাক পাবলিকেইশন্‌), তবে ৩১০ এর চেয়ে কম স্কোর দিয়েই আপনি ফান্ডিং পাবেন। একটা স্কুলে আবেদন করার আগে নিচের সবগুলো ফ্যাক্টর যাচাই করে দেখতে হবে। Acceptance Rate, Minimum Cut off of Verbal, Quantitative, AWA, TOEFL (Speaking) Funding possibility, র‍্যাংকিং আমার মনে হয়না ততটা গুরুতপুর্ন যতটা আমরা বাংলাদেশ থেকে গুরুত্ব দেই। অনেক কেই দেখেছি, ৩২০ তাই সে ৬০ এর বাইরেরে কোন ক্যাম্পাসেই আবেদনই করবেনা। দুইটা অনেক বেশি সেইফ ক্যাম্পাসে আবেদন করা উচিত। স্কোর ৩২০ হলে ৩০৫ রিকয়েরমেন্টের ক্যাম্পাসে দুইটা আবেদন করা উচিত। Important websites: usnews, university-list.net, phds.org , Petersons, msinus “You wouldn’t make a decision just based on how much you can save in 2 years, but how much you would be able to earn with the money you spent for next 2 years” 2. Taking TOEFL (or IELTS ONLY when you understand TOEFL too hard): জিআরই দেওয়ার আগেই আপনাকে টোফেল্‌টার রেজিস্ট্রেইশন্‌ করে ফেলতে হবে, নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সিট খুজতে হবে। লিসেনিং সেকশনটা যেহেতু অনেক ঝামেলার, একবার যাচাই করে নেন, সত্যি এই লিসেনিংটা পারবেন কি না! না পারলে আইএল্টস্‌ টা দিয়ে দেবেন। স্পিকিং ২৩ টার্গেট করে ফেলেন DBBL Virtual Card: ঢাকার কোন জিআরই/এসএটি কোচিং সেন্টার অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জিআরই বা এপ্লিকেইশনের ডলার পেই করতে গেলে সর্বমোট প্রায় ১,২০,০০০ টাকা লাগবে। DBBL Virtual Card এর মাধ্যমে সেটা ৮০-৯০,০০০ টাকায় করতে পারবেন। তেমন কোন সার্ভিস চার্জও দিতে হয়না (মাত্র ১০০ টাকা পার ট্রাঞ্জেকশন্‌, যেখানে শুধু জিআরই রেজিস্ট্রেশনেই বিজনেস কোম্পানীগুলাকে ২-৩ হাজার টাকা দিতে হয়) 3. Contacting / Emailing Professor: আপনি চাইলে এই লিখাটা যখন পড়ছেন, তখন থেকেই প্রোফেসরদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুদ্ধিমানরা জিআরই স্কোর হাতে পাবার পর মেইল করে, কারন জিআরই স্কোর না থাকলে আপনি স্যারদের কাছ থেকে ১০% ইমেইলের উত্তরও পাবেননা, এটা ৯০% নিশ্চিত। একটা প্রফেসরকে ইমেইল করার আগে তার (সরি, উনার) রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা রিসার্চ করে নেন। এমন যেন না হয়, আপনি ফ্লুইড মেকানিক্সের প্রফেসরকে ইমেইল করলেন যে আপনি অপ্টিমাইজেইশনে খুবই আগ্রহী! ফান্ডিং পাবার জন্য প্রোফেশর মেনেজ করা ভাল (অনেক ক্ষেত্রে TA/RA Confirm) কিন্তু বাধ্যতামুলক নয়। কোন প্রফেশরকে মেনেজ না করেও আপনি ফুল স্কলারশিপ পেয়ে যেতে পারেন। 4. Writing SOP: এমন একটা কাজ যেটা শুরু করাটাই বান্দারবনের সবগুলো পাহাড় চড়ে বেড়ানোর চেয়ে কষ্টের। তবে শুরু করতে পারলে ৭ দিনে ১৫-১৮ বার কাটাকাটি করে পুর্নাঙ্গ সপ লিখা হয়ে যাবে। সপে কোন দুর্বল দিক উল্লেখ করার দরকার নেই। স্টিলের মত ৯৯% না, আপনি ১০০% যোগ্য এই স্কুলে গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য, এটা আপনাকে বোঝাতেই হবে। এমনভাবে লিখতে হবে, যেন ভর্তি কমিটি বুঝে ফেলে ছোটবেলা যেদিন আপনি প্রথম কথা বলতে শুরু করেন, সেদিন মা, মামা ডাক না দিয়ে এই স্কুলের নামটাই উচ্চারন করেছিলেন। majortests/gre/sop-sample.php, essayedge/samples, wikihow/Write-a-Statement-of-Purpose, princetonreview/grad/statement-of-purpose.aspx, creative-writing-mfa-handbook.blogspot/2007/08/tips-on-statement-of-purpose.html, pce.uw.edu/newsroom.aspx?id=8690 https://facebook/groups/HigherStudyAbroad/419203684807985/ 5. Write draft copy of LOR, Resume, Publication (if any): যদিও আন্ডারগ্র্যাডের তিনটা স্যার আপনাকে রিকমেন্ডেশন্‌ দিবে, রাফ কপি আপনাকেই লিখতে হবে(!), তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে তিনটে স্যারের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক+ একাডেমিক রিলেশন নিয়ে চিঠি লিখে ফেলুন। দুইজন প্রফেসরকে ব্যাকআপ রাখতে হবে। কারন, আপনি যখন আবেদন করবে, ঠিক সেই মুহুর্তে আপনার স্যার অনেক ব্যস্তও থাকতে পারেন! আর, পাব্লিকেইশন থাকা ভাল, কিন্তু না থাকলে, আমার মত, আবেদন করতে এসে নিশ্চয় বাকি সব বাদ দিয়ে পাব্লিকেইশন করবেননা, তাইনা! https://facebook/groups/HigherStudyAbroad/doc/444773568917663/ 6. Apply prudently: দিনার নিয়ে সমস্যা না থাকলে প্রোফাইল আনুযায়ি (CGPA, GRE, TOEFL, SoP, LoR plus other minors like Job experience, Publication) ১০টি স্কুলে আবেদন করুন (পারলে আরও বেশি).সর্বনিম্ন ৫টি। একটা জিনিস মনে রাখবেন, যদি ১৫টা স্কুলের একটা থেকেও ফান্ডিং পান, তাহলে তার একমাসের ডলার ১৫টা আবেদনের সর্বমোট টাকার চেয়ে বেশি হতে পারে। আবেদন করার আগে সেই ইউনিভার্সিটির আদ্যপান্ত ভালভাবে যাচাই করে নিন, না হলে হুদাই ১২.০০০ টাকা মাশুল দিতে হবে। 7. Keep connected with prospective grad coordinator: আবেদন করার মানে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়েছে, তা কিন্তু নয়। যেকোন সমস্যা সরাসরি গ্র্যাড কোঅরডিনেটরের সাথে আলোচনা করবেন, তারা অনেক হেল্পফুল। 8. Make your back up plan: দেখুন, এটা একটা টেস্ট ম্যাচ। আপনি কোন একটা স্টেজে ভুল করলে প্রায় একবছর পিছিয়ে পড়বেন, তাই ফলে ফুল-ফান্ডিং না হলে স্প্রিঙ্গে আবেদন করবেন কি না, জিআরই রিটেইক করবেন কিনা, ভেবে রাখুন। 9. Trade-off for the best (don’t consider ranking solely): সঠিকভাবে ৫-১০টা স্কুলে আবেদন করলে ২/৩টা স্কুলে ফুল-ফান্ডিং পাবেন, এটা আশা করা যায়. হুট-হাট করে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে, সিনিয়রদের সাথে কথা বলে ঠিক করুন কোন ইউনিভার্সিটিতে ফাইনালি আসবেন। আপনি একটা I-20 দিয়ে ভিসাতে দাড়ানোর মানে হল, এটা আপনার ক্লাইমেক্স, নেভার হেসিটেইট। 10. Receive I-20 & then VISA: ফুল-ফান্ডেড হলে কখনযে ভিসা পেয়ে গেলেন টেরই পাবেননা। সেলফ্‌ ফান্ডেড হলে, যদিও আপনি বিশ্বাস করেন না, কিন্তু ভিসা অফিসারকে বুঝাতে হবে, সুর্য কোনদিক থেকে উঠছে সেটা আপনার দেখার ব্যাপার না, আপনি এমেরিকা যাচ্ছেন শুধুই পড়াশুনা করতে, এবং যেদিন মাস্টার্স/পিএইচডি শেষ হবে সেদিন বিকেলেই আপনি বাংলাদেশে চলে আসবেন। নিজের মাতৃভুমি ছেড়ে আর কোথায় যাবেন। মনে রাখবেন, Google is your best friend. We from HSA next to Google. একটা সত্যি কথা বলে লিখাটি শেষ করব, এতক্ষন যা কিছুই পড়লেন, সবই নিজের আবেদনের সময় খেয়াল রাখবেন, কিন্তু এমেরিকা পড়তে যাবার জন্য এত্তগুলো স্টেপের মাঝে একটা ভাল জিআরই স্কোর প্লাস প্রোফাইল মোতাবেক কয়েকটা স্কুলে আবেদন করাই সবচেয়ে গুরুতপুর্ন। এই দুইটা ঠিক থাকলে বাকি সব খারাপ থাকার পরও ফুল স্কলারশিপ নিয়ে এমেরিকা চলে আসতে পারবেন। USA Trek: প্রস্তুতির প্রেক্ষাপটে যারা আমেরিকাতে ১৪ ফলে ক্লাস আরম্ভ করতে চাচ্ছেন, আশা করি তাদের কাজে লাগবে... আমেরিকা অনেকের জন্যই স্বপ্ন-রাজ্য, আমিও তার ব্যতিক্রম নই, সুতরাং সেটাকে Nightmarish/ Reverie স্টেজে না রেখে ধুলির পৃথিবীতে নিয়ে আসতে হলে প্রয়োজন অদম্য প্রচেষ্টা। গ্র্যাড কলেজ/স্কুল আপনার প্রোফাইল বিচার-বিশ্লেষন করে Admission and/or Scholarship দিয়ে থাকে। Profile বলতে যা বোঝায়ঃ ১। Undergrad CGPA ২। GRE ৩। IELTS/TOEFL ৪। SoP ৫। LoR, Resume, Work Exp. & Others আমি যখন HSA গ্রুপটাতে মেম্বার হিসাবে যোগ দিই, তখন একটা প্রশ্ন প্রায়ই চোখে পড়ত- “আমার GPA ভালনা, আমি কি আমেরিকাতে পড়তে যেতে পারব?” আপনার GPA যদি অনেক খারাপ হয়, তাহলে GRE তে অনেক ভাল একটা স্কোর উঠাতে হবে প্রোফাইল ভারি করার জন্য, আরেকটা কাজ করলে ভাল হয়, কেন GPA ভালনা তার একটা খুব সুন্দর ব্যাক্ষা যদি SoP এ লিখে দেওয়া যায়। USA Graduate admission হল এমন একটা প্লাটফর্ম, যেখানে সুনির্দিষ্ট কোন ফরম্যাট দিয়ে কাজ চলবেনা, এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তার সবটুকুই আমার প্রেক্ষাপট থেকে নেওয়া। প্রধান ধাপগুলোঃ 111: Taking GRE:- 222: TOEFL/IELTS:- 333: Applying:- 444: Review, Decision, and Fly…D: আমার অল্প পরিচিত কয়েকজন Rutgers- State university of New Jersey তে আবেদন করেছিল, যার মাঝে একজন অনুমতি পেয়েছে, বাকিরা (তিন জন) টাটা।। তাদের চারজনের জিআরই স্কোর যথাক্রমে ৩১২, ৩০৮,৩১৮,৩১৩। 111: Taking GRE:- শুরু করার সবচেয়ে ভাল সময় হল আন্ডারগ্র্যাড তৃতীয় বর্ষ (আমি শুরু করেছিলাম গ্র্যাড শেষ করার ছয় মাস পর...P)। ভাল একটা Reading Habit গড়ে তুলতে হবে । Vocab. 3000 পড়ে আসতে পারলে খুবই ভাল, একদমই না পারলে ১২০০ (হিট লিস্ট) পড়তেই হবে। বেসিক গনিত আজ থেকেই দেখা শুরু করেন (অন্যের কথা শুনে কাজ নেই, অনেকে বলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ২০ দিন গনিত করলেই হয়, তাদের সত্যিই হয়েছিল, আপনার হবে এই গ্যারান্টি কোঁথায়?) তারপরও শেষ পর্যন্ত যদি স্কোর ভাল না আসে, আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে যে, This is not the END of the world. জি আর ই সম্পর্কিত আমরা জানি এমন কিছু ভুল তথ্যঃ ১। New GRE তে ভোকাবুলারি আগের মত লাগেনা! (প্রতি ভারবাল সেটে অন্তত ৫টা প্রশ্ন থাকবে যা শুধু ভোকাবুলারি নির্ভর) ২। Nova Bible কোয়ান্টে্র জন্য স্ট্যান্ডার্ড বই ( Old GRE টার জন্য ছিল! New GRE টার জন্য করতে হবে ETS math review, Princeton (at least DI{৪}) ) ৩। Easy for Native English (আমার এক কানাডিয়ান ছাত্র ছিল যাকে ১২ ভোকা মিনিং জানতে চাওয়ার পর ২টা পেড়েছিল) ৪। Daily Star তো পড়িই, সুতরাং আমার রিডিং হেবিট তো ভালই ( On Laptop Screen ভাল মানের আরটিক্যাল পড়েন ) ৫। My friend took GRE by 2 months prep., আমিও দেই ( জিআরই হল এমন একটা এক্সাম কেউ তিনমাস পড়ে ৩১৬ পাবে, কেউ দুবছর পড়ে ৩০০ পাবে। So, Identify yourself, dont compare with others) 222: TOEFL/IELTS:- TOEFL listening মডিউল একবার যাচাই করে দেখেন, অনেক টাফ মনে হলে IELTS নিয়ে আজ ই নেমে পরেন, শুধু GRE স্কোর দিয়ে কিন্তু আপনি উড়াল দিতে পারবেন্না Courtesy:https://facebook/groups/HigherStudyAbroad 333: Applying:- এই স্টেজের কিছু কাজ আপনি চাইলে GRE দেওয়ার আগেও করে রাখতে পারেন। (যেমনঃ ১০-১৫ টা স্কুল পছন্দ করে রাখা যে এগুলোতে আমি আবেদন করব) MS vs. Pd.D.: দেখুন আপনাকে উচ্চ-শিক্ষার সিধান্তগুলো নিতে হবে একান্তই আপনার ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বিষয় বিবেচনায় রেখে। সাধারনত আপনার প্রোফাইল ভাল হলে Ph.D. কোর্সে আপনি ফুল-ফান্ডিং(১) পেয়ে যাবেন। আর যদি চার-পাচ বছর পড়াশুনার সাহস + মন-মানসিকতা না থাকে তাহলে মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারেন, তবে এখানে মাস্টার্স কোর্সে ফুল-ফান্ডিং আশা করা উচিত হবেনা। GRE vs. CGPA: CGPA ভাল থাকলে সেটা অবশ্যই আপনাকে মনমত ক্যাম্পাস পেতে সাহায্য করবে। USA তে তিন ধরনের স্কুল পাওয়া যায়। ১।। CGPA-জিআরই স্কোর দুটাকেই গুরুত্ব দেয় ২।। Only focus on GRE , CGPA নিয়ে তাদের মাথাব্যাথা নেই ৩।। Everything else Average (GRE, TOEFL), সিজিপিএ ভাল না হলে আউট...।। IELTS vs. TOEFL: টোফেল যদি সত্যিই অনেক কঠিন মনে হয়, তাহলে আইইএলটিস দেওয়াটাই উত্তম। ৯০ শতাংশের বেশি স্কুল আইইএলটিস গ্রহন করে। তবে TA অনেকাংশে নির্ভর করে টোফেল ভাল করার উপর। GMAT/GRE: যারা MBA করার জন্য যেতে চান, তারা GMAT এর বিকল্প হিসেবে GRE রাখতে পারেন। কারন, Fall-13 এ প্রায় 7০ শতাংশ MBA School GRE Accept করেছে। E-mail to Professor: Canada তে প্রফেসর হচ্ছেন সর্বেসর্বা। আমেরিকাতে এই বিষয়টা একটু ভিন্ন। আপনি কোন প্রফেসরকে বিন্দুমাত্র ইমেইল না করে পিএইচডি তে Full Funding Scholarship পেতে পারেন, তবে আগে থেকে প্রফেসর মেনেজ থাকলে সেটা ভর্তি পেতে অবশ্যই সাহায্য করবে কিন্তু গ্র্যাজুয়েট কমিটির মাধ্যমেই যেতে হবে। Suggestion: 1. Learn Vocabulary from at least 5 sources (Mnemonics, Picture, Etymology, Root, Bangla meaning) 2. Communicate with elders (If you have none, rummage someone from HSA, it helps me) 3. Make a plan (when to take GRE, IELTS/TOEFL, Apply to Fall-14 or next) 4. Try to collect inforation from one who himself pass this road (Not from one may be your senior, but only know, no experience) Courtesy: 1. HSA 2. NEW GRE Peculiar facts about all these: 1. The best source for GRE RC is OG/GMAT 2. Effective improvement of TOEFL listening is done by AHOW. (A history of the world- 100 objects) Hidden traps during preparation for GRE: 1. Never rely on single source for any part. Some of my friends only complete NOVA BIBLE for quantitative, that was best for OLD GRE. But, in Nova there are some chapters that have no use in revised GRE albeit most GRE mentors advise to complete NOVA MATH, I am not sure why they do so! 2. We think GRE vocabulary has no real life application. That’s why it is, probably most of the time, onerous to learn the LONG list of vocabulary. But, if you are prudent, you will, definitely, find out that 90% of the unknown words of the headlines of the Daily Star are over here. 3. Make a solid reading habit. 4. Make a lesser eye-fixation for effectiveness to whole GRE examination. Facts about TOEFL: Normally, 79 is minimum requirement for most universities. Although they ask for 79/80, you may, if not must, not get TA with that score unless you have 23+ on speaking section. Note: We are the 2nd batch applying with Revised GRE score (Fall-13), so things, definitely, will be changed during your application time Pitfalls of IELTS: You never get a full scholarship in any of world class campuses; even you scavenge, with IELTS 7.5 unless you have a stellar profile! We think, after completing graduation, it will take 3-6 month to hit a good score in IELTS and fly abroad. That time, we are leaded by some wrong information. We see, my senior brother go to Canada with IELTS 6.0 so why don’t I? But, problem is that we never look through his whole profile e.g. his CGPA, Paper & Publication, SOP, LoR, GRE & IELTS Score. IELTS vs. TOEFL 1. If your applying university, deadline is very near.. IELTS score sending takes 3 days but ETS takes may be 15 days 2. Money matter! IELTS 2500TK TOEFL 1400k. Then if you apply 10 university you hav to invest 11,000 more if you send IELTS score 3. Some university still prefer TOEFL much more than IELTS 4. For attaining TA, RA, TOEFL 22 is better, I think(!) than IELTS 6. 5. Although they say that IELTS 6.5 TOEFL 86-91 equivalent . But I have a strong doubt on the statement.. One who get 90 surely get 7.5 in IELTS except considering listening section .. IELTS accepted, but TOEFL preferred. So, take TOEFL. Take calculated risks That is quite different from being rash. George S. Patton Only for those who are targeting fall’15 University Selection: How to select university: Sources: usnews, university-list.net, phds.org, Petersons, msinus If you have time, you may complete university selection before taking GRE, presuming a row score like 305-315. Alternate option is also decent. But, if you are late to select school to which you should apply, all other processes will be delayed & it will be a ultimate frustration that you have GRE, IELTS score, but cannot apply before deadline. Problem: 1. No information is found about GRE, IELTS requirement 2. SOP: Wordlimit, specific question, any format for specific university 3. WES: The selected university needs one! 4. LOR: Online/Offline. Check thoroughly on department’s website 5. Fee: Online/ Check 6. BS: Grad school Ask for that? 7. Deadline: Already passed Select 15-20 universities as soon as possible after taking GRE. Post a list of 20 universities with your detail profile to a Facebook group. Experts in relevant filed will evaluate your profile. Identify Over-Ambitious, Ambitious, Moderate and Safe university according to your profile. Most important criteria is subject rank, but REMEMBER, some university do not have any rank to usnews e.g. RIT but well reputed university and provide more opportunity of funding than others. Rests of all steps of USA admission begin after university selection. Look, you need to select university to write SOP, you cannot ask your professor to provide LoR unless you have selected university. You may contact with professor regarding TA/RA if you have 2/3 month extra time. It has no value to get 320 after application deadline!! Normally deadline of universities start at Mid-Oct. and end at December except rolling admission & fund consideration. Be smart & prudent. Never rely on other’s comment. Note: If you have everything at hand- GRE, IELTS, and CGPA at hand, it takes, usually, two months to complete application procedure to five universities. Remember: 1. Most painful task in writing SOP 2. Try to get help from senior brothers; even he is unknown to you. Post any type of questions, including ridiculous one to facebook group. Don’t hesitate to be flashed in open market because nobody bothers except some asinine persons Tasks to be done after Selecting University: 1. Writing SOP, review by senior brother including same discipline 2. Asking LoR from your teachers. You need to come to your univ. more than 3 times 3. Official transcript; you will be asked to provide university address by Registrar 4. Sending documents (OCS, DHL) 5. Application fee (Most of the online payment can be done by DBBL virtual card; hotline-16216, but some university’s server reject it. Then you need credit card) 6. Contacting to graduate college 7. To be continued……. They can conquer who believe they can Points to be considered while selecting university: o Subject rank o Tuition fee o State o MS/Ph.D. o Your own budget (if MS) o GRE requirement o Public/Private o Int’l student’s acceptance rate o Usnews ranking Good Luck, Tanmoy Das Chief Content Officer, HSA
Posted on: Thu, 04 Dec 2014 03:39:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015