জাতীয় সঙ্গীত ( শেষ পর্ব - TopicsExpress



          

জাতীয় সঙ্গীত ( শেষ পর্ব ) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম । ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় সঙ্গীত তাদের জাতীয় কবির রচনা করলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় কবির নয়! বাংলাদেশের জাতীয় সঙ্গীতও লিখেছেন ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ! কী লজ্জার কথা ! এটা কি বাংলাদেশের জাতি সত্বার জন্যে চরম লজ্জাজনক নয় ? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি কোন দেশত্ববোধক গান রচনা করেন নি ? অবশ্যই করেছেন । কিন্তু ভারতকে খুশি করার জন্য আমরা আমাদের জাতীয় কবিকে বঞ্চিত করে তাকে অবহেলা করেছি । ছি ছি ছি ! নেপালের জাতীয় সঙ্গীত কে রচনা করেছে জানেন ? অবাক করা বিষয় হলো নেপালের জাতীয় সঙ্গীতও রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ! আপনারা অনেকেই জানেন না , নেপাল যেতে ভারতের নাগরিকদের কোন ভিসার প্রয়োজন হয় না । তাকে প্রমান করতে পারলেই হয় সে ভারতীয় নাগরিক । কেন জানেন ? নেপাল স্বাধীন রাষ্ট্র হয়েও ভারতের একটি অঙ্গরাজ্যের মত হয়ে আছে । ভারত বিভিন্ন কৌশলে নেপালকে একটি অঙ্গরাজ্য বানিয়ে রেখেছে । নেপালের অনেক আভ্যন্তরিন বিষয়ের নিতী নির্ধারন করে থাকে ভারত । দূর্বল রাষ্ট্র নেপালের ক্ষমতা নেই তাদের ক্ষমতার বলয় থেকে বের হয়ে আসার । এখন কথা হচ্ছে নেপাল না হয় ভারতের অঙ্গরাজ্য । তারা ভারতের নির্দেশে তাদের জাতীয় কবির গান বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কে জাতীয় সঙ্গীত বানাতে পারে । কিন্তু বাংলাদেশ তো ভারতের কোন অঙ্গরাজ্য নয় । তাহলে বাংলাদেশ কেন নিজেদের মহান জাতীয় কবির গান বাদ দিয়ে ভীনদেশী জাতীয় কবির গানকে জাতীয় সঙ্গীত বানাবে ? এটা অবিলম্বে চেঞ্জ করা হোক । কাজী নজরুল ইসলাম অনেক চমৎকার দেশত্ববোধক গান রচনা করেছেন । সেখান থেকে একটা গান বেছে নিয়ে সেটাকে জাতীয় সঙ্গীত করা হোক । জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের মত একটি ঐতিহাসিক বিমানবন্দরের নাম যদি পাল্টানো যায় , ভাষানী নভ থিয়েটারের নাম যদি পাল্টে বঙ্গ বন্ধু রাখা যায় , বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মত একটি স্পর্শকাতর স্থাপনার নাম পাল্টে যদি বঙ্গবন্ধুর নামে রাখা যায়, তাহলে পুরো বাঙালি জাতির জন্য লজ্জাজনক এই গানটি অবিলম্বে পাল্টে ফেলুন । জাতীয় সঙ্গীত পাল্টানোর অনেক নজীর বিশ্বে আছে । আপনারা সবাই এটা নিয়ে সোচ্চার হোন । আকাশ হোসাইন বন্ধু --আবিগ্রী
Posted on: Mon, 01 Jul 2013 06:51:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015