►► জেনে নিন কিছু অদ্ভুত - TopicsExpress



          

►► জেনে নিন কিছু অদ্ভুত তথ্যাবলী:— ১. চকলেট হলো কুকুরের জন্য বিষ। ১টা বড় কুকুরকে মারতে সামান্য কয়েক পাউন্ড চকলেটই যথেষ্ট। ২. লিপস্টিকের প্রধান উপকরন হলো মাছের আশেঁর গুড়া। ৩. মার্লবোরো সিগারেট কোম্পানীর প্রথম মালিক ফুসফুসের ক্যান্সারে মারা যান। ৪. পৃথিবীর সবচেয়ে বেশী লোকের নামের প্রথম বা শেষ অংশে “মোহাম্মদ” রয়েছে। ৫. চোথ থোলা রেখে হাচিঁ দেওয়া কোন মানুষের পক্ষেই সম্ভব না। ৬. কোকা কোলা কে গাড়ীর তেল (মবিলের বিকল্প) হিসেবে ব্যবহার করা যায়। ৭. আমেরিকার ওয়াশিংটনে মানুষ অপেক্ষা টেলিফোনের সংখ্যা বেশী। ৮. আমেরিকার মিশিগানে কোন বিবাহিত মহিলার চুল কাটাতে স্বামীর অনুমতি লাগে। ৯. ইন্ডোনেশিয়ায় হস্তমৈথুনের শাস্তি হলো মুন্ডচ্ছেদ। ১০. আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক। ১১. গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ (!) মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা- মা সাধারনত এই কাজের জন্য অনেক টাকা থরচ করেন। মজার বিষয় হলো এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়। ১২. লেবাননের আইন অনুসারে কোন পুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে। মদ্দা পশুর সাথে সহবাস করার শাস্তি হলো মৃত্যুদন্ড। ১৩. লিওনার্ডো দ্যা ভিঞ্চি একই সাথে এক হাতে লিখতে এবং অন্য হাতে ড্রয়িং করতে পারতেন। ১৪. ডেন্টিস্টদের মতে টুখব্রাশ টয়লেটের কমোড থেকে অন্তত ৬ ফিট দুরে রাখা উচিত। কারন ফ্লাশ করার সময় জীবানু প্রায় ৫ ফিট দুরত্ব পর্যন্ত ছড়ায়। ১৫. মেক্সিকো সিটি বছরে প্রায় ১০ ইঞ্চি দেবে যায়। ১৬. ব্যাঙ বমি করতে পারেনা। তাই বিষাক্ত কিছু খেয়ে ফেললে বেচারা তার মুখ দিয়ে সম্পূর্ন পাকস্থলীটা বের করে। তারপর সামনের পা দিয়ে ওটাকে আচ্ছামত চেপে ধরে খালি করে আবার ভিতরে ঢুকিয়ে নেয়। ১৭. হংকং এর আইন অনুসারে কোন মেয়ের স্বামী পরকীয়া করলে তাকে সে খুন করতে পারে। তবে খুনটা করতে হবে থালি হাতে। আর যে মেয়ের সাথে পরকীয়া প্রেম করছিল, তাকে খুন করার জন্য যেকোন অস্ত্র ব্যবহার করা যাবে। ১৮. মানুষ এবং ডলফিনই কেবল আনন্দ পাবার জন্য যৌন মিলন করে। ►► ► লাইক দিবেন প্লিজ । পোস্ট ভাল লাগলে কমেন্টে অন্তত ১টা Thanks জানাইয়েন। A2
Posted on: Fri, 20 Sep 2013 07:30:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015