জীবনের হাট থেকে প্রাণের - TopicsExpress



          

জীবনের হাট থেকে প্রাণের বাসরঘর বহুদূর বহুদূর, কে আমায় বলে দেবে পথ ভুল করে আমি এসে গেছি কতদূর। পল পল গুনে দিন রাত হয়ে ফুরিয়ে গেছে সময়, ঝড়ের বাতাস আর ভুলের ফসল, শুধু এই সঞ্চয়, শুনেছি যে দূর থেকে ডাক দেয় বেদনার সুর।। প্রীতির বাঁধন ছিড়ে ফেলে, স্মরণীয় দিন গুলো একে একে ভুলে নতুন আকাশ নীল, তার নীচে বুক ভরে নিয়েছি বাতাস, আমি তার নীচে বুক ভরে নিয়েছি বাতাস। পথ-চলা যাবে থেমে কারো বা মনের আলোছায়া আঙিনায়, অবগুন্ঠনে ঢাকা দুটি চোখ যদি এসে ডাক দিয়ে যায়। এতদূর এসে গেছি শুনে শুনে ভুলের নূপুর।। সুর/শিল্পী -- হেমন্ত মুখোপাধ্যায় পূজা ১৯৬৭
Posted on: Sat, 21 Sep 2013 15:28:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015