জামাল কামাল দুই বন্ধু - TopicsExpress



          

জামাল কামাল দুই বন্ধু । জামালঃ আমার কাছে ইনফর্মেশন আছে, পাশের গ্রামের পুকুরে অনেক মাছ আছে। কামালঃ তাহলে জালটা নিয়ে আসি। জামালঃ জাল লাগবে না, হাত দিয়েই ধরা যাবে। দুই বন্ধু পুকুরের পাসে গিয়ে দেখে সত্যিই তো পুকুরে প্রচুর মাছ। দুই বন্ধু এক লাফে পুকুরের মাঝে ঝাপ দিল। তাদের মনে খুব আনন্দ। কামাল একটা মাছ হাতে নিয়ে দেখে মাছটি হল Australian মাগুর। তাহলে বুঝেন, তাদের কি অবস্থা। না বুঝে, শুধু ইনফর্মেশন পেয়েই মাগুর মাছের পুকুরে ঝাপ দেওয়া তাদের উচিৎ হয় নাই। সতরাং, শেয়ার মার্কেটে না বুঝে শুধু ইনফর্মেশন এর মাধ্যমে যারা বিজনেস করে তারাও যে কোন সময় জামাল কামালের মত বিপদে পরতে পারেন। গল্পের শিক্ষণীয় বিষয়ঃ শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ফেসবুক কিংবা অন্য কোন অসমর্থিত সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আমরা কখনই কোন শেয়ার BUY / SELL করার পরামর্শ দিব না, তবে PROFIT করা এবং LOSS PROTECTION দেওয়ার জন্য কিছু TIPS দেওয়া হবে, যা সত্যিই অনেক কাজে লাগবে। https://facebook/pages/6TH-SENSE/208061466046086?ref=hl
Posted on: Sun, 01 Dec 2013 12:12:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015