জুকার রে কইছিলাম "আমার Chat - TopicsExpress



          

জুকার রে কইছিলাম "আমার Chat অফ করলেও আমারে অনলাইন শো করে কেন? এক সেকেন্ডের ভেতর ঠিক কর!!" জুকার করে নাই। তাই রাইগা ওর ফেইসবুকের গুষ্টি ই উদ্ধার করতে লাগছিলাম। পুরা এক ঘন্টার অভিশাপ নামা পাঠ করতে শুরু কইরা দিছিলাম। আমার অভিশাপের সুফলে অনেকেরই Chat এ জিরো বা কম শো করা শুরু করেছিলো!! পরে ভাবলাম ছেলেটা সবে বিয়া করলো, কয়দিন পর বাচ্চা হইলে আমারেই কাক্কু, চাচ্চু কইয়া ডাক দিবে!! কি দরকার বাচ্চার মুখের ফিডার কাইরা নেয়া!!! তাই অভিশাপ দেয়া বন্ধ কইরা দিলাম। এখন তাই সব আগের মত। সবাই মোরে থ্যাংকস দাও আর জুকাররে সাবধান কইরা দাও!! ব্যাটা সাপ দেখছে বাট #FH_Shishir এর অভিশাপ দেখেনি!!! :p
Posted on: Wed, 02 Oct 2013 17:25:18 +0000

Trending Topics



px;"> Today, I will walk back into Progressive for the very last time.

Recently Viewed Topics




© 2015