জুমআর সালাতে তিন ধরনের - TopicsExpress



          

জুমআর সালাতে তিন ধরনের লোক হাজির হয়ঃ ========================= রাসুল করীম (স:) বলেনঃ জুমআর সালাতে তিন ধরনের লোক হাজির হয়। √ এক ধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা বিনিময়ে তামাশা ছাড়া কিছুই পাবে না। √ দ্বিতীয় আরেক ধরনের লোক আছে যারা জুম’আয় হাজির হয়, সেখানে দু’আ মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না। √ তৃতীয় প্রকার লোক হলো, যারা জুম’আয় হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুৎবা শোনে, কারও ঘাড় ডিংগিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না, তার দুই জুম’আর মধ্যবর্তী ৭দিন সহ আরও ৩দিন যোগ করে মোট ১০দিনের গুনাহ খাতা আল্লাহ তায়ালা মাফ করে দেন। [সুনানে আবু দাউদ হা/১১১৩]
Posted on: Fri, 10 Oct 2014 05:43:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015