জ্ঞানের বিভিন্ন - TopicsExpress



          

জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা একটি Center এ এসে collaboratively জ্ঞান চর্চা, জ্ঞানের আদান প্রদান করলে এবং জ্ঞান চর্চাকে উৎসাহ দিলে - কি ঘটে কি ঘটে - তার দৃষ্টান্ত আমরা ইতিহাসে বারবার দেখেছি। 2000 বছর আগের গ্রীক সভ্যতার Plato, Aristotle [8], Socrates, Pythagoras, Euclid [9] রা জ্ঞান চর্চা করে মানুষের জ্ঞানকে অনেক দূর এগিয়ে দিয়েছিলেন। Alexandria র কথা আমরা সবাই জানি। 1000, 1100, 1200 খ্রিস্টাব্দে Abbasid Caliphate [2] - Baghdad এ House of Wisdom [3] প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে জ্ঞানের প্রসার হয়েছিল এই House of Wisdom এ - Algebra আর Algorithm - শব্দ দুটো এসেছে House of Wisdom এর Scholar-Mathematician Al-Khwarizmi (Algorithm) এবং তার লেখা বইএর নাম (Al-jibr - Algebra) থেকে [1]। তখনকার দিনে জ্ঞান বিকাশের এসব ক্ষেত্রে যা হয়েছিল - তা হল অনেক বইএর একটা লাইব্রেরি তৈরি করা হত - Library of Alexandria [4], House of Wisdom [3] (আমাদের মনে রাখতে হবে - তখনও Gutenberg [5] ছাপাখানা invent করেননি - কাজেই সব বই হাতে লেখা) দেশের Rulers রা উৎসাহ দিতেন, পৃষ্ঠপোষকতা করতেন (Scholar রা বড় স্থাপত্য, ব্রীজ ডিজাইন করে দিতেন) সমাজে Scholar দের value বেশি ছিল - Scholarship এ সবাই উৎসাহ পেতো বিভিন্ন Background এর লোক এসে একত্রিত হয়ে জ্ঞান চর্চা, জ্ঞানের আদান প্রদান, আলোচনা করতো - Creativity র জন্য, নতুন জ্ঞান সৃষ্টির জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Posted on: Sat, 04 Oct 2014 02:30:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015