ডিউটি করছি একটা বেসরকারি - TopicsExpress



          

ডিউটি করছি একটা বেসরকারি হাসপাতালে। খানিকক্ষণ আগে একজন রোগী আসলেন। ৩২ বছরের মহিলা। স্বামীর সাথে ঝগড়া করছিলেন কিছুক্ষণ আগে। এক পর্যায়ে তার স্বামী দুই হাত পেঁচিয়ে ধরেন। এতে স্বামীর আংটিতে লেগে সেই মহিলার বাম হাতের একটা আংগুল কেটে যায় প্রায় ১ ইঞ্চি। তিনি আসলেন। একটা এক্স-রে করালাম। তাতে বোঝা গেল, হাড়ে কোন ক্ষতি হয়নি। সেলাই করার জন্য ঔষধ আর সুতা কিনতে বললাম। তিনি জিজ্ঞাসা করলেন, সব মিলে কত টাকা লাগবে? হাসপাতাল এর মালিক বললেন, সুতা, ঔষধ আর সার্ভিস চার্জসহ ১৫০০/= টাকা লাগতে পারে। শুনে রোগী বললেন, আমাদের পাড়ার ফার্মেসি থেকে করে নিব সিলাই। ২০০-৩০০ টাকা লাগবে। এত বেশি টাকা কেন রাখেন আপনেরা। আপনাদের কাছে সিলাই করতাম না! বলে হনহন করে বের হয়ে চলে গেলেন। কোন ঔষধ ও লিখে নিয়ে গেলেন না। তার কথা শুনে বুঝলাম, বাঙালী কত বোকা। একটা প্রোলিন সুতার দাম ৩০০-৪০০ টাকা। এছাড়া এনেস্থিসিয়ার ইঞ্জেকশান, গ্লাভস, সিরিঞ্জ, টিটেনাস এর ইঞ্জেকশান, এন্টিবায়োটিক, ব্যাথার ঔষধ মিলে ১৫০০/= খুব বেশি মনে হল তার কাছে। মনে মনে ভাবল, জিতে গেলাম। এবার গেল ফার্মেসিতে। সেখানে আরেকজনের ব্যবহার করা সুতা, সিরিঞ্জ দিয়ে সেলাই করিয়ে ২০০ টাকা বিল দিয়ে বাসায় যাবে। দোকানীর কথামত ঔষধ খাবে। তারপর কয়েকদিন পরে ইনফেকশন হয়ে আবার আসবে এই আমার মত কোন ডাক্তারের কাছেই! রবীন্দ্রনাথ কি আর সাধে বলেছিলেন, রেখেছ বাঙালী করে, মানুষ করো নি। -------------- ডা. সুজন পাল
Posted on: Fri, 02 Jan 2015 14:14:50 +0000

Trending Topics



-por-ti-topic-391064164349850">Declaro mais hoje e mais amanhã e mais sempre meu amor por ti,
Thanks to Nicole Pereira for aiding me in procrastinating on
Want a younger, glowing and whiter skin? Try our Luxxe White
$5000 in 14 days on FACEBOOK…. ====================== Forget

Recently Viewed Topics




© 2015