=ডরিমন বিলাই নতুন - TopicsExpress



          

=ডরিমন বিলাই নতুন অবতার?= আমরা বিষ খাওয়াচ্ছি আমাদের বাচ্চাদের ডরিমন কার্টুন আমাদের পিচ্চি মনিদের মন মস্তিষ্ক মনন সব গ্রাস করে নিচ্ছে মহা প্লাবনের মত, পুচ্চিরা এক দিন না খেয়ে থাকতেও রাজি ডরিমন দেখার জন্য। আর এই সুজগে ব্রাক্ষ্মন্যবাদীরা ডরিমন কার্টুনে খুবই কউশলে ঢুকিয়ে দিচ্ছে মুসলিম বিদ্ধেস আর ডরিমন নামে এক বিড়াল মুর্তিকে খোদা বলে বিস্বাস করার বিষাক্ত বীজ।তাইত বাচ্চারা কোন কিছুর প্রয়োজন হলে মনে মনে ভাবে।কেউ আবার একটু শব্ধ করে প্রার্থনা করে হে ডরিমন! আমার আব্বার মনটা পাল্টিয়ে দাও যেন আমাকে একটা ডরিমন ব্যগ কিনে দেয়।কার্টুনে নায়ক নবিতা আর নায়িকা সেজুকা হিন্দু। আর ভিলেন দুজন মুসলিম এক জন জিহান আরেক্জন সনিয়।এই পিচ্চিরা ছোট্ট বয়সেই শিখসে মুসলিম বিদ্ধেস।মুসলিম মানে টেরোরিষ্ট।সো এখনো সময় আছে সতর্ক হওয়ার।আসুন আমাদের সন্তানকে ডরিমনের বিষাক্ত থাবা থেকে রক্ষা করি! নাঈম
Posted on: Sat, 16 Nov 2013 17:20:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015