ঢাকা বিশ্ববিদ্যালয়ে - TopicsExpress



          

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের নিয়ম: ১. আবেদনকারী কে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কারযাবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট (admission.eis.du.ac.bd)-এর মাধ্যমে করতে হবে। ২. ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের আবেদন ১৪ই আগষ্ট, ২০১৪ দুপুর ২:০০ টা হতে ৩১ শে আগষ্ট, ২০১৪ দুপুর ২:০০ টা পর্যন্ত করা যাবে। ৩. যে কোনো Unit এ ভর্তির আবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট এর আবেদন/লগইন বাটনে ক্লিক করতে হবে । (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ৪. আবেদন/লগইন বাটনে ক্লক করার পর আবেদন/লগইন এর তথ্যের পেইজে আবেদনকারীর উচ্চমাধ্যমিক/সম্মানের পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক/সম্মানের পরীক্ষার রোল নম্বর উল্যেখ করে অগ্রসর হন বাটনে ক্লিক করুন এবং পরবর্তি পেইজে আবেদনকারীর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলী এবং আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখেন তা দেখা গেলে নিশ্চিত করছি বাটনে ক্লিক করতে হবে । ৫. আবেদনকারী ইতোমধ্যে কোন ইউনিটে আবেদন না করে থাকলে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীর নির্দিষ্ট ফরমাটের একটি ফরমাল ছবি , ব্যক্তিগত মোবাইল নম্বর ও কোটার তথ্য চাওয়া হবে । তবে যে কোন ইউনিটে ইতোমধ্যে আবেদন করে থাকলে তথ্য গুলো পুনরায় দিতে হবে না । শুধুমাত্র B.K.S.P হতে H.S.C পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খেলোয়ার কোটায় আবেদন করতে পারবে । (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ৬. ছবি এবং অন্যান্য তথ্যাবলী দেয়া হলে পরবর্তি পেইজে সেগুলো নিশ্চিত করতে বলা হবে। নিশ্চিত করার জন্য আবেদনকারীকে যেকোন মোবাইল আপারেটরের নম্বর থেকে একটি SMS ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে । SMS এর ফরম্যাট আবেদনকারী সেই পেইজে দেখতে পাবে । SMS টি পাঠানো হলে ফিরতি SMS এ আবেদনকারী ৭ (সাত) অক্ষরের একটি কনফার্মেশন কোড পাবে । এই কনফার্মেশন কোডটি আবেদনকারী নির্ধারিত স্থানে দেয়ার পর নিশ্চিত করছি বাটনে ক্লিক করতে হবে । ৭. সঠিক কনফার্মেশন কোড দেয়া হলে আবেদনের মূল পাতা (সকল ইউনিটের জন্য প্রযোজ্য) দেখা যাবে । এই পেইজের মাধ্যমে আবেদনকারী যে সকল ইউনিটে আবেদন করার যোগ্যতা রাখেন, সে সকল ইউনিটে আবেদন করে টাকা জমার রসিদ সংগ্রহ করতে পারবে । এই পাতায় উল্লেখিত ইউনিট সমূহের যেকোনটি তে আবেদন করার জন্য ইউনিটের পাশের আবেদন বাটনে ক্লিক করতে হবে । আবেদন বাটনে ক্লিক করার পর উক্ত ইউনিটের আবেদন বাটনটির স্থানে একটি সবুজ রঙের টিক চিণ্হ দেখা যাবে এবং সেই ইঊনিটের টাকা জমার রসিদ (পেমেন্ট স্লিপ) এর ডাউনলোড লিংক পাওয়া যবে । এ ছাড়া পরবর্তিতে এই পেইজ থেকে আবেদনকারী তার আবেদনকৃত সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ বা আসন বিন্যাস, ফলাফল ইত্যাদি জানতে পারবে । (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ৮, উপরোক্ত পেইজ থেকে যে ইউনিটের টাকা জমার রসিদ সংগ্রহ করতে ইচ্ছুক সেই ইউনিটের টাকা জমার রসিদ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে রসিদটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে । রসিদটির দুটি অংশ থাকবে; উপরেরটি আবেদনকারীর অংশ এবং নিচেরটি ব্যাংকের অংশ। (সতরকীকরণ: টাকা জমার রসিদের আবেদনকারীর অংশটি পরীক্ষার প্রবেশপত্র নয় । প্রবেশপত্রের বিকল্প হিসেবেও এটা ব্যাহার করা যাবে না।) ৯. টাকা জমার রসিদের তথ্য সমূহ ও আবেদনকরীর ছবি সঠিক আছে কিনা যাচাই করে নিন । এর পর টাকা জমার রসিদের দুইটি অংশেই নির্ধারিত স্থানে আবেদনকারী স্বাক্ষর করে ৩১ শে আগষ্ট, ২০১৪ তারিখের মধ্যে রসিদে উল্লেখিত টাকা জনতা ব্যাংক, অথবা অগ্রণী ব্যাংক, অথবা রূপালী ব্যাংক, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে জমা দিতে হবে । ব্যাংক কর্তৃপক্ষ টাকা জমার প্রমাণ স্বরূপ রসিদের আবেদনকারীর অংশ কেটে ফেরত দিবে । (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ১০. কোনো ইউনিটে আবেদনকারীর ব্যাংকে টাকা জমা দেয়ার তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোঁছালে তার সংশ্লিষ্ট ইউনিটের পেমেন্ট কলামে একটি সবুজ রঙের টিক চিণ্হ দেখা যাবে । ব্যাংকে টাকা জমা না দেয়া হলে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না । আবেদনকারী নিম্নোক্ত তারিখ হতে ভর্তি পরীক্ষা শুরু হবার আগ পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে । প্রবেশপত্র সংগ্রহের তারিখ শুরুঃ ক ইউনিট- ০২/০৯/২০১৪ হতে শুরু খ ইউনিট- ০৯/০৯/২০১৪ হতে শুরু গ ইউনিট- ২৬/০৮/২০১৪ হতে শুরু ঘ ইউনিট- ১১/০৯/২০১৪ হতে শুরু চ ইউনিট- ০৩/০৯/২০১৪ হতে শুরু (সৌজন্যেঃ facebook/University.Onuvob ) ১১. IGCSE (ও লেভেল) এবং AI (এ লেভেল) ও সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বা বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীদের সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিস থেকে প্রদত্ত Equivalent ID মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকের রোল নম্বরের স্থানে ব্যবহার করে যথানিয়মে টাকা জমা দেয়ার রশিদ সংগ্রহ করতে হবে। (পোষ্ট টি শেয়ার করে তোমার বন্ধু কে হেলপ করো) -জেরিন সাবা (পরী) (Versity admission candinate) (প্রাক্তন শিক্ষার্থী) শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা
Posted on: Sun, 17 Aug 2014 19:03:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015