ঢাকা শহরে আসলে মফস্বলের - TopicsExpress



          

ঢাকা শহরে আসলে মফস্বলের ছেলেদের যে সমস্যাটা বেশি হয় সেটা হল,সবার কথা আর দৃষ্টিতে তাদের প্রতি প্রকাশ্য/ অপ্রকাশ্য একটা মনোভাব-এ দেখি পুরাই ক্ষেত থেকে উঠে আসছে । হ্যা ভাই আমি ক্ষেত থেকেই উঠে আসছি । কোন ক্ষেতজানেন? এই ক্ষেত হল আমার পরিবার । যেখান থেকে আমি শিখেছি মানুষকে কিভাবে মূল্যায়ণ করতে হয় । কিভাবে সম্মান করতে হয় । যেটা হয়তোবা আপনি শিখতে পারেননি । আমি সেই ক্ষেত থেকে উঠে এসেছি যার কৃষক আমার মধ্যবিত্ত বাবা-মা । যাদের অক্লান্ত পরিশ্রম আর ঘামের শেষবিন্দুটিতে গড়া আমার জীবনের খুঁটি। যাদের জন্য জীবনের অনিশ্চিত সম্ভাবনার সুনিশ্চিত পথে আমি আজ একলা পথিক। আমি সেই ক্ষেত থেকে এসেছি যেথায় দখিনা হাওয়া মেলে দেয় নিজেকে ছোট ভাই বোনের হাসি কান্না আর মান অভিমানের আলোক ছটায় । ভালবাসা এখানে অসীম সুবিস্তৃত৷ যদি পরজন্মে বিশ্বাস থাকত তাহলে একটাই হত প্রার্থনা, প্রতিটা জন্মেই যেন অবশ্যই এমন একটা ক্ষেতেই আমার আবির্ভাব হয় ।।
Posted on: Mon, 11 Nov 2013 11:19:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015