ঢাবিতে ভর্তি ফরম - TopicsExpress



          

ঢাবিতে ভর্তি ফরম তোলার জন্য Minimum Requirements -- A – Unit (Science) – 8.0 B – Unit (Arts) – 7.0 C – Unit (Commerce) – 7.5 D – Unit (বিভাগ পরিবর্তন) – (Respective unit) A ® 8.0 B ® 7.0 (without 4th subject) C ® 7.5 ¬ A unit-এ শুধুমাত্র Science-এর student- রা পরীক্ষা দিতে পারবে । ¬ B unit-এ শুধুমাত্র Arts-এর student- রা পরীক্ষা দিতে পারবে । ¬ C unit-এ শুধুমাত্র Commerce- এর student- রা পরীক্ষা দিতে পারবে । ¬ D unit-এ সব গ্রুপের student- রাই পরীক্ষা দিতে পারবে । যেমন- কমার্সের বা C ইউনিটের একজন student-যার SSC- তে পয়েন্ট 4 (without 4th subject) এবং HSC-তে পয়েন্ট 3.8 (without 4th subject), মোট 7.8, এক্ষেত্রে ঐ student C-unit বা D- unit (বিভাগ পরিবর্তন)-এর ভর্তি ফরম তোলার জন্য যোগ্য বলে বিবেচিত হবে । তবে মোট পয়েন্ট যদি 7.5 এর কম বা 7.49ও হয় সেক্ষেত্রে ভর্তি ফরম তোলা যাবে না বা তুললেও তা বাছাইয়ের পর বাতিল হয়ে যাবে । পরীক্ষার বিষয় ও পূর্ণমানঃ C ইউনিটে মোট ৪-টি subject-এর উপর পরীক্ষা দিতে হবে- B/D ইউনিটে মোট 3-টি subject- এরউপর পরীক্ষা দিতে হবে- বিষয় পূর্ণমানঃ বাংলা ১.২´২৫ = ৩০ বিষয় পূর্ণমানঃ ইংরেজি ১.২´২৫ = ৩০ বাংলা ১.২ ´২৫ = ৩০ Accounting ১.২´২৫ = ৩০ ইংরেজ১.২´২৫ = ৩০ Manageme১.২´২৫ = ৩০ সাধারন ঞ্জান১.২´৫০ = ৬০ মোট= ১২০ মোট= ১২০ আসন সংখ্যাঃ (A – ১৩০০+, B – ২৫০০+, C –৮৮০) D – (Science) – ৫৫০+ D – (Commerce) – ১২০ D – (Arts) – ১২০ B/C/D – Unit এর পরীক্ষার সময় ও Marks Distribution: • M.C.Q (Multiple chice Questtions) অর্থাৎ নৈব্যক্তিক প্রশ্ন। • মোট সময় ১ ঘন্টা (৬০ মিনিট) • মোট ১০০টি প্রশ্নের উত্তর করতে হবে,১.২×১০০= ১২০ নম্বর । Negative Marking: যেহেতু C-Unit এ option 5- টি,এক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য .24 করে কাঁটা যাবে ।অর্থাৎ প্রতি 5-টি (.24 × 5 = 1.20) ভুল উত্তরের জন্য 1-টি শুদ্ধ উত্তরের marks কাঁটা যাবে(এ কর্তন হবে বিষয়ভিত্তিক) ।আবার, B/D Unit এ option 4-টি হওয়ায় প্রতিটি ভুল উত্তরের জন্য .30, অর্থাৎ প্রতি 4-টি ভুল উত্তরের জন্য একটি শুদ্ধ উত্তরের নম্বর কাঁটা যাবে । যেমন- একজন student C-unit-এ মোট 100-টি প্রশ্নের উত্তর করে correct করলো 70-টি, এক্ষেত্রে তার marks হবে 70 ´1.2=84 এবং বাকি 30-টি প্রশ্ন ভুল হওয়ার তার কারনে তার মার্কস কাঁটা যাবে 30´.30=9, So তার total marks হবে 84¬–9=75 আবার, B/D ইউনিটে কোন একজন student 100-টি প্রশ্নে correct করলো 80-টি, এক্ষেত্রে তার marks হবে 80´1.2=96, এবং 20- টি প্রশ্ন ভুল হওয়ার কারনে তার মার্কস কাঁটা যাবে 20´.30=6, এক্ষেত্রে তার total marks হবে 96-6=90| • DU-i B/C/D ইউনিটে চান্স পেতে কোনটি বেশি ভূমিকা রাখে SSC/ HSC-র result না Admission test? o Of course, Very good Admission test, because. মোট ২০০ নম্বরের মধ্যে ১২০ হচ্ছে ভর্তি পরীক্ষা এবং বাকী ৮০ নম্বর হচ্ছে SSC ও HSC- তে প্রাপ্ত GPA-এর সমষ্টি । Result-এর average নম্বর সবারই প্রায় ৬৫-৭৫-এর মধ্যে হয় ।তাই কেউ যদি Admission test-এ ১২০ নম্বরের মধ্যে ৮০+ পায় তবে সে... ১০০%নিশ্চিত যে চান্স পাবে!!! Subject Choice System: • Subject Choice-এর জন্য যাদের merit position ভালো তারা তাদের পছন্দমত subject নিতে পারবে । যেমন- C- unit-এর একজন student যদি 1-200- এর মধ্যে Merit position রাখতে পারে তবে সে C- unit-এর ৪-টি subject-এর মধ্যে যেটা ইচ্ছা সেটাই পড়তে পারবে ।আবার কারও position 850তম হলে তার subject choice এর কোন ব্যাপার থাকবে না ও সর্বশেষ বিষয়টিই সে পাবে । • ঢাবির এই unit-ভিত্তিক Exam System-এর সাথে জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Exam System এর মিল আছে । সবচেয়ে বড় ব্যাপার, ঢাবির জন্য preparation নিলে মোটামুটি সব ইউনিভার্সিটির preparation-ই Complete হয়ে যায় । জাহাঙ্গিরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিঃ • জাহাঙ্গিরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক MCQ পরীক্ষা দিতে হয় ।অর্থাৎ যে subject-এ ভর্তি হতে ইচ্ছুক সেই subject-এই পরীক্ষা দিতে হবে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় (ফ াইন্যান্স, মার্কেটিং)® বাংলা, ইংরেজি ও math-এর উপর পরীক্ষা দিতে হবে । রাজশাহী বিশ্ববিদ্যালয়(ফ াইন্যান্স এন্ড ব্যাংকিং,একাউন্ টিং, মার্কেটিং,ম্যান েজমেন্ট) ® মার্কেটিং)® বাংলা, ইংরেজি, একাউন্টিং, ম্যানেজমেন্ট, সাধারণ ঞ্জান এই বিষয়গুলোর উপর প্রশ্ন হবে । • ঢাবিতে সর্বাধিক দুইবার পরীক্ষা দেওয়া যায় । অনেকেই ঢাবির সেশন জ্যামের কথা বলেন, কিন্তু বাস্তবে তা এত বেশি প্রকট নয় । ভার্সিটিতে চান্স পাওয়ার গুরুত্বঃ ভাল কোন জায়গায় চান্স না পেলে SSC ও HSC-তে Golden A + পেলেও তা পুরোপুরি Valueless হয়ে পড়বে ।কারণ, HSC পাশ করার পর GPA নিয়ে মানুষ খুব বেশি Concern থাকে না । তাদের প্রশ্ন থাকে বর্তমানে ঐ Student কোন ভার্সিটিতে এবং কোন Subject নিয়ে পড়ছে । আর চাকরির বাজারেও SSC/HSC-র রেজাল্টের চেয়ে সর্বশেষ Degree- টা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটিকেই প্রাধান্য দেওয়া হয় । সবার জন্য শুভ কামনা রইল । ......
Posted on: Wed, 04 Jun 2014 15:47:52 +0000

Trending Topics



px;">
My 3 positives / things I am grateful for today ... 1. Having
DMF Family - Faces of Cancer, Meet the family you are supporting.
2 Reis 20 - 1. NAQUELES dias adoeceu Ezequias mortalmente; e o

Recently Viewed Topics




© 2015