তিনটি স্থান সম্পর্কে - TopicsExpress



          

তিনটি স্থান সম্পর্কে আপনি সচেতন তো ? . হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একদিন দোযখের কথা স্মরণ করে কেঁদে উঠলেন। তখন রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞাসা করলেন, হে আয়েশা! তুমি কেন কাঁদছো? জবাবে হযরত আয়েশা (রাঃ) বললেন, দোযখের কথা স্মরণ করে কাঁদছি। আপনারা কি কিয়ামতের দিন আপনাদের পরিবার-পরিজনের কথা স্মরণ রাখবেন? উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না। . তা হল : ১. মিযানের কাছে, সেখানে প্রত্যেকেই নিজের নেকীর ওজন ভারী হয় না হালকা হয়, সেই দিকেই খেয়াল থাকবে। . ২. যখন আমলনামা দিয়ে বলা হবে, ওহে! লও তোমার আমলনামা, পড়ে দেখ। তখন প্রত্যেকেই এ চিন্তায় বিভোর থাকবে যে, তার আমলনামা ডান হাতে দেয়া হয়, না পিছনে থেকে বাম হাতে দেয়া হয়। . ৩. পুলসিরাতের কাছে, যখন তা জাহান্নামের দুই পার্শ্বের উপর স্থাপন করা হবে। . -(সুনানে আবু দাউদ) . এই স্থানগুলোতে নিজের ভালো আমল ও আল্লাহর দয়াই একমাত্র সম্বল । তাই মৃত্যুর পূর্বেই সচেতন হোন। আমীন । . -বিমূর্ত শাকির-
Posted on: Fri, 17 Oct 2014 14:58:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015