তাবলীগ_জামাত ও # - TopicsExpress



          

তাবলীগ_জামাত ও # কিছু_সংশয়_নিরশন তাবলিগ ওয়ালারা ঘরে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দেয় এটা প্রতিটা নবীর আদর্শ ছিল। তাবলিগ ওয়ালারা দাওয়াতের উদ্দেশ্যে বিশ্বের আনাচে কানাচে যাচ্ছে এটাও সাহাবীদের আদর্শ ছিল। এখন আপনারা কেউ যদি বলেন সাহাবিরাতো পাসপোর্ট ভিসা ছাড়াই দুনিয়া সফর করতেন আর তাবলিগ ওয়ালারাতো কাফেরদের কাছ থেকে ভিসা নিয়ে যায় এমন কথা বললেতো আপনাদের গাধা নাম্বার ১ বলা হবে...!!! সাহাবিরা ঈমানের আলোচনা করতেন তাবলিগওয়ালারাও ঈমানের আলোচনা করে। এখন আপনারা যদি বলেন সাহাবিরা মক্কা মদীনাতে ঈমানের আলোচনা করতেন আর তাবলিগওয়ালারা মাঠে ঘাটে ঈমানের আলোচনা করে। তাহলে যে আপনাকে কোন স্তরের গাধা বলা হবে আল্লাই ভালো জানেন। এখন যদি বলেন সাহাবিরা ফাযায়েলে আমাল পড়তেন না তাবলিগওয়ালারা পড়ে তাহলেতো বলতে হয় আপনি বুখারি শরিফও পড়তে পারবেন না। কারন সাহাবিরাতো বুখারি শরিফ পড়তেন না। এখন আমি জানি আপনারা বলবেন ফাজায়েলে আমাল ফালতু কিতাব তাহলে আমি বলবো, যে ব্যক্তি ফাযায়েলে আমালের কোনো চ্যাপ্টারকে অস্বিকার করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। পস্তি কাওয়াহেদ এলাজ ছাড়া। তাবলিগ ওয়ালারা ছয় সিফাতের আলোচনা করে, এই ছয় সিফাত কি কোরআন হাদীসে নাই ? বরং ছয় সিফাতের কিছু কিছু তো এমন যা না মানলে ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন: ১ নং সিফাত: ঈমান। এটার জন্যও কী দলীল লাগবে ? ২নং সিফাত: নামায। আশা করি এটার জন্য আপনাকে দলীল দেয়া লাগবে না। ৩নং সিফাত: ইলম ও যিকির। ৪নং সিফাত: একরামুল মুসলিমিন। ৫নং সিফাত: তাসহিহে নিয়াত। (নিয়াতকে সহিহ করা) ৬নং সিফাত: দাওয়াত ও তাবলিগ। এই ছয়টি গুণ কি কোরআন হাদীসে নাই ? আমাকে কেউ একজন বলো তাবলিগের কোন বিষয়টি কোরআন হাদীসে নাই। এখন যদি কেউ বলে কাকরাইল মসজিদ কোরআন হাদীসে নাই, ইজতেমা কোরআন হাদীসে নাই, মুরুব্বি কোরআন হাদীসে নাই, এভাবে ৪০ দিন চার মাস এক বছরের জন্য আল্লার রাস্তায় বের হওয়াটা কোরআন হাদীসে নাই তাহলে তো বলতে হয় আমরা ফেসবুকে ইসলাম প্রচার করি এটাতো কোরআন হাদীসে নাই। আমরা কম্পিউটারে কিতাব অধ্যয়ন করি এটাতো কোরআন হাদীসে নাই। শোনো !!! যেনে শুনে তাবলিগকে কেউ অস্বিকার করলে ঈমান থাকবেনা। আর বর্তমানের তাবলিগ জামাত পুরোপুরি হক্বের উপর আছে। হাঁ, অনেক সময় অনেকে কিছু ভুল করতে পারে সেটা একরামের সাথে ধরিয়ে দিলে তারা অবশ্যই ভুল মেনে নিবে। আমি তাবলিগ ওয়ালাদেরকে যেভাবে সুন্নাতের উপর চলতে দেখি সেটা আর কাউকে দেখিনা এবং বিদআত থেকে এরা দুরে। যেমন: এরা মানুষকে দাওয়াত দেয় কিন্তু কোনো বিনিময় নেয়না। এরা নিজেদের খেয়ে পরে অন্যকে দাওয়াত দেয় । এরা মিলাদ করেনা । ** যাযাকুমুল্লাহ ***
Posted on: Tue, 23 Jul 2013 04:07:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015