তোমরা গোস্বা না হন ভাই রে - TopicsExpress



          

তোমরা গোস্বা না হন ভাই রে ভাই, একটা কথা শুধুই কইয়া যাই... ও গালিবের ভাবনা। ইভ টিজিং নিয়ে ইদানীং অনেক কথা শুনতেসি। ইহা একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি, NO DOUBT। আমার নিজের যদিও বোন নাই, বউ তো আছে। কেউ তারে উল্টাপাল্টা কিছু কইলে কি হাশর যে তারে দেখামু, সেইটা দেখার মত VISUAL SYSTEM থাকলেও, বোঝার মত FRONTAL LOBE আর থাকবেনা ততক্ষণে। স্বাভাবিক। খুবই স্বাভাবিক। আমাদের মা, বোন, বউ, শ্যালিকা আমাদের অতি প্রিয়জন। তো এই ইভ টিজিং কমানর জন্য মাশাল্লাহ PRESCRIPTION তো কম দেখলাম না । সবচে জনপ্রিয় টোটকা গুলা হল ঃ ১। মেয়েদের কে বোরখা পরাও, ঢাইকা ঢুইকা রাখো।ভাই, আমরা কি আরব? মরুভূমির জংলী?ইসলাম এর বিধির কারণে যে হিযাব করবে, মারহাবা,আলহামদুলিল্লাহ্‌...আবার ওইটার abuse ও কম দেখলাম না। ২। কঠিন নারী নির্যাতন আইন কর, শাস্তির ব্যবস্থা আছে। যেটা ক্ষেত্রবিশেষে BOOMERANG. ৩। একটা হিন্দি AD এ দেখাইলো, চিক্কুর দাও, RAISE YOUR VOICE। ৪। নারী ক্ষমতায়ন কর। এই ক্ষেত্রে লাভ? এবার এই অধমের কিছু OBSERVATION শেয়ার করি... কর্মজীবনের শুরুতে সিরাজগঞ্জের এক প্রাইভেট মেডিক্যাল কলেজে কিছুদিন কাজ করতাম আমি আর আমার বৌ Tamanna Zahan । ভয়ঙ্কর দারিদ্রক্লিস্ট চর এলাকা। বাজার করতে বেরইলাম এক শীতের সকালে, পিসকি পিসকি পোলা বাজারে এইটা সেইটা বেচতেসে। কেনাকাটা করে রিকশা নিবো, পিসকি আরেক পোলা দৌড়ায় আসলো, স্যার উঠেন... আরে, এই পিসকা তো রিকশার হ্যান্ডেল ধরলে প্যাডেল পাবেনা, প্যাডেল ধরলে হ্যান্ডেল পাবেনা! ছোট কাঁথায় শরীর ঢাকার মত!বেশিরভাগ ই দেখলাম এমন!যাই হোক, উঠলাম, সে সীটের নিচে দিয়ে পা নিয়ে ক্যামনে ক্যামনে রিকশা চালায়ে কোয়ার্টার এ পৌঁছায় দিলো। বৌ ও আমার মত টাসকি!তখন ওরে জিজ্ঞেস করলাম, স্কুলে যাসনা? উত্তরঃ স্কুলে গেলে কাম করবো কে? তয় আমার বইনে যায়। তো, তোর কামের পয়সায় ঘর চলে? উত্তরঃ আমি রিকশা চালাই, বর বইনে পড়ে, এক ভাইয়ে জাল বায়, বড় ভাইর চায়ের দোকান...মায়ে তাঁতে কাম করে...ইত্যাদি ইত্যাদি।পাঁচ ভাইবোনের সংসারে তিন ভাই ই ব্যস্ত, সবকয়টার স্কুল কলেজে পড়ার বয়স! আমার বৌ বলল, তুই বস, খেয়ে যাবি আজকে... সে বলে, আফা, দিয়া দেন, বাইত নিয়া খামু... এত দিতে পারব না, তুই খেয়ে যা। বলল তাইলে আফা পাঁচ মিনিট, আমি আইতাসি। বলে এক দৌড়ে গেল, কোলে করে আরেক পিস নিয়ে আসলো দশ মিনিট পর... আফা, আমার ছোড বইন, এরে থুইয়া আমি খামু না... ঠিক আসে... এরে নিয়াই খা... বিদেশে আর ঢাকা শহরে বড় হওয়া আমার, আমার বৌয়ের এই দারিদ্র্যের সাথে পরিচয় ই ছিল না!যতদিন ছিলাম ওখানে, এই বাচ্চা দুইটাকে প্রায়ই রাস্তা থেকে ধরে এনে খাওয়াতাম, ঢাকা থেকে শীতের কাপড় নিয়ে দিতাম। আর বলতাম, বোনের সাথে স্কুলে যা, পড়াশুনা কর... এগুলা বলা তো সহজ... বলতাম, বোন স্কুলে যায়, তো তোর যাইতে সমস্যা কি? উত্তর ঃ বইনে তো টেকা পায়, গম পায়, এজন্য পাঠাই। আমরা গেলে তো লাভ নাই! অর্থাৎ, বিদ্যা লাভ না, গম লাভের আশায় ই এরা স্কুলে যায়!!! কয় টাকাই বা দেয় GOVT? অবশ্য ওদের জন্য হয়ত অনেক... এখন বুঝলাম... WHAT THE MIND DOESNT KNOW, EYES DOESNT SEE... AND WHAT THE MIND KNOWS... EYES DEFINITELY FIND IT OUT... সকাল হলেই, সুন্দর সুন্দর পিচ্চি পিচ্চি মেয়েগুলা ঝুটি করে, স্কুল ড্রেস পরে গম আর উপবৃত্তির টাকা আনতে স্কুলে যায়, মাঝখানে ফাউ BYPRODUCT হল পড়াশুনা!!! বাহ... ভাল তো... ভাল না??? আর ছেলেগুলা কেউ রিকশা নিয়ে, কেউ জাল কাঁধে নিয়ে, কেউ বাজারের টুকরি মাথায় করে যায় জীবিকা অর্জনে...আর ফাউ BYPRODUCT হল অশিক্ষা, অসভ্যতা!কাজের লোক এখন পাওয়া যায়না, গরীব মেয়েরা সব হয় গার্মেন্টস এ অথবা ভাগ্য ভাল থাকলে স্কুল কলেজে... গর্বের ব্যপার আমাদের মত দরিদ্র দেশের জন্য! আর এই গর্বে গর্ভবতীর গর্ভপাত করাতে হাযির বেয়াড়া, কুশিক্ষিত, ফাজিল লম্পট ছেলের দল! এরা কারা? এরা এই মেয়েদেরই ভাই, যারা সংসার চালাতে রিকশা, জাল নিয়ে বেরইসিল! নেহাত দুই বেলা খেতে দেয় বলে কেউ কেউ হয়ত মাদ্রাসার চৌকাঠ পেরোয়!THEY WERE DENIED THE GIFT OF SIGHT... THE LIGHT OF EDUCATION... THE WAY OF LIFE!!! NEPOLEON বলেছিলেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দিবো, যেইটা উনি বলতে ভুলে গেসেন... আমাকে অশিক্ষিত ছেলে দাও, আমি ইভ টিযার উপহার দিবো... স্ত্রী শিক্ষার প্রয়োজন অবশ্যই আছে! আর সেই শিক্ষাটা সম্পূর্ণ UTILIZE করার পরিবেশের জন্য পুরুষ শিক্ষারও প্রয়োজন আছে... তাই বলে বলছিনা, উপবৃত্তি দেন, লোভে পরে আসুক... EDUCATION SHOULD NOT BE A RIGHT ONLY... IT SHOULD BE MANDATORY... MUST... কীসের গণতন্ত্র, ধনতন্ত্র, কিসের অধিকার! স্কুলে না গেলে, পড়তে না পাঠালে (ছেলে হোক বা মেয়ে), শাস্তির ব্যবস্থা নারী নির্যাতনের চেয়ে ভয়াবহ করেন! আপসে সব কমে যাবে।বাচ্চা পয়দা করসস এখন পড়তে পাঠা গর্দভ কোথাকার! তোর কুলাঙ্গার সন্তানের ভার কেন বহন করবে আমাদের শিক্ষিত সুযোগ্য কর্মীবাহিনী?শিক্ষার QUALITY ভিন্ন প্রসঙ্গ, আমাদের পড়াশুনা আর যা করুক, মেয়েরা যে শুধু আকর্ষণীয় শরীর না, তারাও বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষ, এটা ঠিকই শিখায়। নাহলে DU, CU, BUET, Medical এখানেও ইভ টিজিং ই হত, প্রেম ভালবাসা না।আমি ও শিস বাজানো PRACTICE করতাম, GUITAR না। American মানবাধিকার কর্মী দের একটা Dialogue আছে, HATE THE CRIME, NOT THE CRIMINAL... আমাদের হওয়া উচিত EDUCATE THE POTENTIAL CRIMINAL, THE CRIME WILL STOP ITSELF... Mashroof Hossain ভাই ভাল বলতে পারবেন... শিস দিয়ে সোনাবন্ধু তুই আমারে ভুতা দাও দা কাইটটা লা গাওয়া ছাগল টা তো বুঝেইই না, সে যা করতেসে, সেটা শুধু অপরাধ না, আরও জঘন্য কিছু! অমানবিক! আমরা আইন করলাম, বোরখা পরালাম, গম দিলাম, উপবৃত্তি দিলাম, বিনা পয়সার শিক্ষা দিলাম, তাও কাজ হয় না!!! হবে কিভাবে? গলদ তো গুদামে, আমরা শো রুম ঝাড়ু দিলে কি হবে? MIRZA GHALIB এর কবিতার মত আরকি... উমার ভর গালিব, ইয়েহি ভুল কারতা রাহা... ধুল চেহরে পে থি, আউর আয়না সাফ কারতা রাহা... জীবন ভর গালিব, করে গেলে একই ভুল... সাফ করলে আয়না, আর চেহারা ভরা ধুল...
Posted on: Sat, 27 Sep 2014 09:47:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015