তালিবানদের হাতে নিহত - TopicsExpress



          

তালিবানদের হাতে নিহত লেখক সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’ থেকে “ফতোয়া— ধর্মগ্রন্থ ছাড়া সব বই বাতিল করো। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান শয়তানের কেতাব, দোজখের রাস্তা। বাড়িতে টেপ রেকর্ডার, রেডিয়ো এসব রাখা চলবে না। কারণ, ওগুলো হল শয়তানি যন্ত্র। ওই সব যন্ত্রের মধ্য দিয়ে শয়তান ধর্মনিষ্ঠ মানুষদের মাথা চিবিয়ে খায়। আসল উদ্দেশ্য অবশ্যই অন্য। বিরুদ্ধ সমালোচনা, তত্ত্ব এসব যাতে মানুষের কানে না আসে। পৃথিবীটাকে ছোট করে দাও। অন্য জগৎ বলে যে কিছু আছে সেটা যেন কেউ টেরই না পায়। অর্থাৎ, সব রকম জ্ঞান ও তথ্য থেকে আফগানবাসীদের বঞ্চিত করা হল। যাকে বলে লৌহ যবনিকা। ... ১৯৯৫ সালের ২০ জুলাই আবার ওদের হাতে পড়তে যাচ্ছিলাম। কী করে পালিয়েছিলাম, ঈশ্বর জানেন। ধরা পড়লে আর প্রাণে বাঁচতাম না। পালিয়ে চলে গেলাম ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে। সেখান থেকে ওরা আমাকে আবার ধরে এনেছিল, আমি আবার পালালাম। পথ ফুরোয় না। কবরের পাশ দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে চলেছি তো চলেছি। প্রতি মুহূর্তে ভয়, এই বোধহয় গুলি খেয়ে লুটিয়ে পড়লাম। সারা রাত এক রকম দৌড়ে ভোরবেলায় গজনিতে পৌঁছলাম। গজনি থেকে শেষ পর্যন্ত যে পালাতে পারলাম, সে প্রায় বরাতের জোরে।” কিন্তু শেষ অব্দি ওদের হাত থেকে বাঁচতে পারলেন না সুস্মিতা।
Posted on: Fri, 06 Sep 2013 15:55:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015