তরল পানীয়ের বাজারে - TopicsExpress



          

তরল পানীয়ের বাজারে আমাদের দেশে জনপ্রিয় দুইটি ব্র্যান্ড হল কোকাকোলা ও পেপসি।যেকোন প্রকার অনুষ্ঠানে,পার্টিতে এ দুইটির ব্যবহার বহুল প্রচলিত। আর এ দুইটিই হল ইসরাইলি পণ্য।আমরা এসকল পণ্য ক্রয়ে যে পরিমাণ অর্থ ব্যয় করি তার বেশিরভাগই ইসরাইলকে রক্ষার কাজে ব্যবহৃত হয়। আমরা কি জানি বোতলে লেখা কোকাকোলা শব্দটি আসলে কি নির্দেশ করছে?যদি আপনি একটি কোকাকোলার বোতল আয়নায় ধরেন তাহলে একটি প্যাচানো আরবি বাক্য দেখতে পারবেন। বাক্যটি হল লা মুহাম্মদ লা মক্কা।যার অর্থ মুহাম্মদ ও মক্কাকে না বলুন।নাউযুবিল্লাহ আর পেপসি শব্দটিকে ভাঙ্গালে ইসরাইলকে রক্ষা করার কথা সরাসরি পাওয়া যায়। P =Pay E =Every P =Peny to S =Save I =Israel একজন মুসলিম হিসেবে আমাদের উচিত এসকল ইসরাইলি পণ্য বর্জন করা।
Posted on: Thu, 19 Sep 2013 09:00:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015