তু আগার মুজে ভুল যায়েগা - TopicsExpress



          

তু আগার মুজে ভুল যায়েগা তো ম্যা মারযাউঙ্গাব্লা ব্লা ব্লা... এক সুন্দরী আপু স্ট্যাটাস দিছেন স্ট্যাটাসের শেষে আবার উনার বয়ফ্রেন্ডরে Tag দিছেন with ৩-৪টা হার্টের ইমো। স্ট্যাটাস দিতে না দিতে উনার ফ্রেন্ডলিস্টের লুলরা কমেন্ট শুরু করছেন...কেউ Sad story! তো কেউ বলতেছে মারনেকি জরুরত নেহি হাম হে, তো কেয়া গাম হে অবশেষে প্রেমিকের আবির্ভাব কমেন্টে এত খলনায়ক দেখে উনিও ৪-৫টা হার্টেই ইমো ২-৩টা কিসের ইমো দিয়া আইলাবু জানু লিখলেনজানুও এক মুহূর্তের মধ্যেই কমেন্টে লাইক দিয়া মিটুলেইখা দিলেন। হ্যাপি লাভ স্টোরি... আসলেই এখনকার ভালবাসাটা অনেকটা সোশাল নেটওয়ার্ক নির্ভর হয়ে গেছে, এখন কেউ প্রিয় মানুষকে চিঠিলিখে না কপি পেস্ট মেসেজ মোবাইলে লিখে পাঠায়, প্রিয়তমা বলে সম্বোধন করে না জান, জানু, বেবী, ইদানীং তো কেউ কেউ বাবা বলেও ডাকে ভালবাসার মানুষকে গল্পের বইয়ের ভেতর করে গোলাপ পাঠায় না! পেন ড্রাইভে রোমান্টিক সব মুভি লোড করে দেয় সাথে কিছু ....... ভালবাসার মানুষকে প্রপোজ করতে করতেই আগে দেখা যেত অর্ধেক চুল পেকে যেতএখন পোলাপান স্কুল পাশ না করতেই এন্গেজ হয়ে থাকে; এখন ভাল লাগার মানুষের বাসার সামনে কেউ তাকে একটি বার দেখার জন্য ঘুরে না! ফেসবুকে একটু পর পর তার IDতে যাইয়া ঘুরে আসে রিলেশন বিল্টআপ হয় টেলিটক 3G স্পীডে...আর বাংলা লায়ন 4G স্পীডে লিটনের ফ্লাট পর্যন্ত খুব সহজে চলে যায় :| আর একটা সময় দেখা যায় রিলেশন ইররর...দুইজন দুইদিকে চলে যায় নতুনডিভাইস খুঁজতে !! কেউ বেশী সিরিয়াস থাকলে ঘুমের বড়ি খায়, কেউ নেশা করে ইত্যাদি। ভালবাসার নতুন সংজ্ঞা মনে হয় এটা?? ভাই তোরা থাম... কাউকে ভালবাসতে না পারিস?? অন্ততও ইউজ করিস না, তুমি ভালবাসার নাম গেইম খেলবা? যাইনা রাখো তোমার মন নিয়াও আরেক জন খেলবো। আর এই খেলা পর্যায়ক্রমে চলতেই থাকবে. . . লিখা#মাহমুদ হাসান ফিবা
Posted on: Thu, 11 Jul 2013 16:54:34 +0000

Trending Topics



stbody" style="min-height:30px;">
Nah,manajer arema Iwan Budianto yg daridulu antek bakrie sejati
Jual santai Samsung star gt-s5233s Harga Harga
Friends, We will never forget that first show with Still
ASSE : Baysse «assume» d’avoir recalé Sochaux Posté le 14
Naval rarities delivered to the Presidential Library for

Recently Viewed Topics




© 2015