তুমি যদি University Student হও তাহলে - TopicsExpress



          

তুমি যদি University Student হও তাহলে এটা তোমাকে পড়তেই হবে! Private University তে আজকাল জওয়ান বয়সে Faculty হিসাবে ঢোকা কোন ব্যাপার না। ২৪-২৮ বছরের মাত্র পাস করা ছাত্ররাও Faculty হিসাবে join করছে। ভাবছো অসুবিধা কি? যাদের জীবনে ১ বছরের বাচ্চাদের স্কুলে পড়ানোর experience নাই তারাই রাতারাতি faculty হয়ে যাচ্ছে। ভালো স্টুডেন্ট মানেই কিন্তু ভালো টিচার না। এদের মধ্যে আবার কেউ কেউ ১ বছরে বিদেশের অগা-মগা- ছগা rated ইউনিভার্সিটি থেকে Masters পাশ করে ২৫-২৬ বছর বয়সেই হয়ে যাচ্ছে দেশের TOP Private Universityর Faculty! অভিজ্ঞতা থাকলেই যে ভালো হবে তাও না, কিন্তু অভিজ্ঞতা না থাকলে চাকরি পেলো কিভাবে এরা? আরে শুরুতেই University Faculty কেন? শুরু করা উচিত স্কুল এর টিচার হয়ে। গোড়াতেই তো গলদ! সারাজীবন মেয়েদের কাছে পাত্তা না পেয়ে এদের কেউ কেউ যখন দেখলো যে আরে এইখানে তো সহজেই মেয়েদের blackmail করা যায় grades নিয়ে, তখন এই কেউ কেউ এর ঘেউ ঘেউ শুরু হয়ে যায়। Faculty Room এ মেয়েদের হাত টানা- কাপড় টানা, নানা উসিলায় কোমরে ও বিভিন্ন আপত্তিকর জায়গায় গাউসিয়া স্টাইলে হাত-গুতা দেয়া, ক্লাস শেষে কফি-আইসক্রিম এইসবের দাওয়াত, আমার বাসা বসুন্ধরাতেই, একদিন তুমি চলো তোমাকে আমার Home Theater এ movie দেখাবো, তোমরা exam এর আগে এত ফ্রেন্ড এর সাথে পড়ার জন্য stayover করো? আমার বাসায় আসলেই পারো। আমি তোমাদের আরও help করতে পারবো -- এরকম অনেক ঘটনার প্রমান সহ অভিযোগ আমাদের কাছে প্রায়ই আসে। কিছু ঘটনা আরো ভয়ঙ্কর, কারন রাজি না হলে নানাভাবে grades নিয়ে ভালো studentদের blackmail করা হয়! কথা হল এখন আমরা কি করবো? বলবো কিছু? প্রতিবাদ জানাবো এইসব ভদ্রতার মুখোশধারী অভিজ্ঞতাহীন-অব িবাহিত-জওয়ান-লুইচ্চা Faculty দের বিরুদ্ধে ? দরকার আছে? কারন কিছু করতে গেলেই তো তোমাদের মধ্যে Public-Private নিয়ে ঝগড়া লেগে যায়। দিন শেষে Public হও আর Private, তোমরা যে সবাই student সেটা তো ভুলে যাও। অনভিজ্ঞ এইসব faculty এর হাতে তোমার পিতামাতার আয় করা টাকা যেমন risk এ তেমন risk এ ওই university এর মেয়ে স্টুডেন্টদের ইজ্জতও। Public University তে পান থেকে চুন খসলেই ঘেরাও- জ্বালাও-পুড়াও যেমন হয়, Private University তে তেমন হয় না - সবাই ফাইনাল-মিড এইসবের মার্ক্স নিয়েই টানাটানিতে ব্যাস্ত থাকে আর নাহলে কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দিয়ে ফেলে university থেকে expel করা হবে এই ভয় দেখায়। স্বভাবতই এত টাকা কেউ expel এর risk এ ফেলতে চায় না দেখে Private University student রা অনেক অন্যায়-অত্যাচার মুখে তালা মেরে সহ্য করে আসছে। Seat Limitation না মেনেই সবাইকে ভর্তি করাচ্ছে, বেশী ছাত্র- তাই দরকার বেশী শিক্ষক। কিন্তু এই কাজ করতে গিয়ে ভালো শিক্ষকদের নিয়োগ না দিয়ে, দেয়া হচ্ছে এইসব কচি কলাগাছ গুলাকে। কারন এদের সস্তায় পাওয়া যায়, University এর ব্যাবসা লালে লাল! যদি সবাই রাজি থাকো তাহলে সবাই মিলে একসাথে এইসব অবৈধ ব্যাবসা বন্ধ করা যাবে। শিক্ষক নিয়োগের আগে তার অভিজ্ঞতা থাকা অবশ্যই জরুরী কারন এইটা তো University Faculty নিয়ে কথা হচ্ছে, বিকাল বেলা বাসায় গিয়ে ABCD পড়ানো না। ভাবছো বুড়া লুইচ্চা গুলার কি হবে? ওইগুলাকে তো ধরাই যাবে, কিন্তু সহজে তো চাকরি থেকে বের করা যাবে না। Lets start from the bottom. ভাবছো কি করবা? কেন করবা? অনেক Risky? তোমার বোন এর কথা ভাবো, তোমার বাপ-মা এর কষ্টের টাকার কথা ভাবো এইসব emotional বাংলা সিনেমা dialogues নাহয় নাই দিলাম। তোমার নিজের কথা ভাবো, পছন্দের কেউ/secret crush/ গার্লফ্রেন্ড থাকলে তার কথা ভাবো। কাজ খুব সহজ, আওয়াজ তুলো Facebook এ, এরকম ঘটনা ঘটেছে কিনা আশেপাশে সেটা জানো, আমাদেরকে জানাও। আমরা তোমার হয়ে সবাইকে জানাবো। সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ Public-Private University ঝগড়া নিজের impression এর জন্য ক্ষতিকর। Collected...
Posted on: Mon, 24 Nov 2014 03:45:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015