ত্রীর দেওয়া তথ্যের - TopicsExpress



          

ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে গর্ত খুঁড়ে স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে স্ত্রীকে আটক করা হয়েছে। স্বামীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার কথা তিনি স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণসত্তা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । ১০ দিন ধরে নিখোঁজ থাকার পরে স্বামী দুদু মিয়ার (৩৮) লাশ গতকাল রাতে উদ্ধার করে পুলিশ। ওই দম্পতির দুই সন্তান রয়েছে।
Posted on: Thu, 16 Oct 2014 10:33:42 +0000

Trending Topics



y there isnt much
Black Friday Sale Fox Run Brands Non-Stick Chef Knife, 8-Inch,
Black Friday Sale DIRECTED ELECTRONICS Programmable Platform #1

Recently Viewed Topics




© 2015