থার্টি ফার্স্ট নাইট এর - TopicsExpress



          

থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস :( histroy of bad janus) ইসা (আঃ) এর জন্মের ৪৬ বছর আগে রোমান মুশরিকরা Janus নামে এক ইশ্বরের ইবাদত করত যাকে তারা God of beginnings বা শুরুর স্রস্টা রুপে জানত। মূলত তারা অনেক জন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল তার মধ্যে Janus ছিল অন্যতম। তাদের বিশ্বাস ছিল Janus অতিত ভবিষ্যৎ এর সব কিছুই জানে ও ভবিষ্যৎ নিয়ন্ত্রনে ক্ষমতা রাখে। এই Janus এর নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম দেয়া হয় January। এই মাস চলে আসলে তারা সেলিব্রেট করে তাদের ইশ্বর Janus কে খুশি করে যেন Janus তাদের বছরটি মঙ্গলের মধ্যে রাখে। আপনারা যদি Janus এর মূর্তির ছবি দেখেন তাহলে দেখবেন এর দুইটা মাথা। দুপাশে দুইটা মাথা দ্বারা নির্দেশ করে এটি সামনে পিছনে সব দিকেই দেখতে পায় প্রতীকী ভাবে বোঝান হয় এটি অতিত ভবিষ্যৎ সবই দেখতে পায়। total loss: 630 millon dollar only অনেক মুসলিম ভাই বোনরাই জানেনা যে এই থার্টি ফার্স্ট নাইট উৎযাপন কে শুরু করল? কেন শুরু করা হল? না জেনে তারা সবার মত উৎযাপন করে যায় বছর বছর।অথচ এটা চিন্তা করে দেখেনা অন্য দিনের মত এটাও তো একই রকম একটা দিন। কেন এটাকে সেলিব্রেট করতে হবে? এর তো অন্য দিনের তুলনায় কোন আলাদা বৈশিষ্ঠ নেই তাহলে উৎযাপন করার প্রয়োজন কি? total loss: 630 millon dollar only এই বিশ্রি শিরকই আকিদায় কোন মুসলিমই সমর্থন দিতে পারেনা। আসলে সকল দিনই আল্লাহর।শুধুমাত্র আল্লাহই জানেন ভবিষ্যতে কি ঘটবে। না জেনে অনেকেই এই থার্টি ফার্স্ট নাইটের নোংরামিতে মেতে থাকে।তারা চিনতাও করে দেখেনা সকল দিনই তো আল্লাহর নির্দেশে শুরু হয় তাহলে এই একটি দিনে কি আছে যে সেলিব্রেট করতে হবে? এই দিনের জন্য আগে থেকেই মদ গাজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পর্যাপ্ত পরিমানে প্রস্তুত রাখা হয় যেন মদ, গাজা খেয়ে নেশায় মেতে থাকতে মুনাফিক গুলোর কোন সমস্যা না হয়। তরুন তরুনিরা হোটেলে হোটেলে নোংরামিতে মেতে থাকে। ডিজে পার্টি , বারবিকিউ পার্টির নামে ছেলে মেয়েরা অশ্লীলতায় মেতে উঠে।কোন রুচিশীল মানুষই এগুলো সমর্থন করতে পারেনা। total loss: 630 millon dollar only dayandnightnews/2012/02/sgpc-budget-session-before-march-31st-makkar/ Janus tree now as Christmas tree, i show pic on below character of Janus God Janus Roman god Written by: nomansod pp. READ EDIT VIEW HISTORY FEEDBACK View All (224578) 4utt Read More: VenusHeraclesMuseAeneasJupiterGreat Mother of the GodsCronusDiana Janus, in Roman religion, the animistic spirit of doorways (januae) and archways (jani). Janus and the nymph Camasene were the parents of Tiberinus, whose death in or by the river Albula caused it to be renamed Tiber. The worship of Janus traditionally dated back to Romulus and a period even before the actual founding of the city of Rome. There were many jani (i.e., ceremonial gateways) in Rome; these were usually freestanding structures that were used for symbolically auspicious entrances or exits. Particular superstition was attached to the departure of a Roman army, for which there were lucky and unlucky ways to march through a janus. The most famous janus in Rome was the Janus Geminus, which was actually a shrine of Janus at the north side of the Forum. It was a simple rectangular bronze structure with double doors at each end. Traditionally, the doors of this shrine were left open in time of war and were kept closed when Rome was at peace. According to the Roman historian Livy, the gates were closed only twice in all the long period between Numa Pompilius (7th century bc) and Augustus (1st century bc). Janus Roman God of the doors, beginnings and endings The Roman god of Roman Religion The Roman god and Roman Mythology Facts and interesting information about the God of Doors Mythology, facts and information about the Roman Gods The Temple of Janus সকল মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ রইল এই থার্টি ফার্স্ট নাইটের নোংরামি থেকে দূরে থাকুন ও যতদূর সম্ভব সবাইকে দূরে থাকতে বলুন। Happy new year বলা বর্জন করুন।কেউ Happy new year বললে তার বিপরীতে Happy new year না বলে বলতে পারেন May Allah make it a good and blessed year for you. ★ স্টাটাসটা শেয়ার/কপি পেস্ট করে স্টাটাস দিয়ে সবাইকে জানিয়ে দিন।
Posted on: Wed, 31 Dec 2014 13:18:02 +0000

Recently Viewed Topics




© 2015