# দীঘিনালার মেরুং - TopicsExpress



          

# দীঘিনালার মেরুং এলাকায় আছে খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলা হয় # আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিদের ফেলে পালিয়ে যায় >> রাঙামাটি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) অধিনায়ক মেজর তাজুল ইসলাম ................................................................................. পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক অপহৃত বি টেকনোলজি রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কো্ম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তাকে অনেক নাটকীতার মধ্য দিয়ে অবশেষে মুক্তিপণের বিনিময়ে ১৭ দিন পর ছেড়ে দেয়া হল।[ prothom-alo/national/article/30146/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87_%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0_%E0%A7%A7%E0%A7%AD_%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%B0_%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%9C%E0%A6%A8_%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 রাঙামাটি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) অধিনায়ক মেজর তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, উদ্ধারকাজে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করেছে। তিনি দাবি করেন, অপহরণকারীরা অপহূত ব্যক্তিদের নিয়ে একের পর এক স্থান পরিবর্তন করছিল। আজ তারা দীঘিনালার মেরুং এলাকায় আছে খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহূত ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়। অপহূত ব্যক্তিদের গায়ে গুলি লাগার আশঙ্কায় অপহরণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি। অপহরণকারীদের এখনো শনাক্ত করা না গেলেও তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।] কিন্তু বরাবরের মতো মুক্তিপণের বিষয়টি প্রশাসন অস্বীকার করছে! অপহরণকারীরা তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল।খবরে প্রকাশ – আজ ২৬ জুলাই ২০১৩ শুক্রবার ভোরে অপহৃতদের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকা থেকে উদ্ধার করা হয়।ইউপিডিএফ কর্তৃক তিন বিদেশী প্রকৌশলীকে অপহরণ ঘটনার পর মক্তিপণের বিনিময়ে মুক্তি ছেড়ে দেওয়ার সে সময়ও মুক্তিপণের বিষয়টি প্রশাসন অস্বীকার করেছিল। কিন্তু পরে টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইউপিডিএফের সমস্যা সৃষ্টি হয়। টাকা ভাগ ভাটোয়ারার ঘটনায় খোদ সাংসদ দীপঙ্কর তালুদারের নাম আলোচনায় চলে আসে। আর তা প্রকাশ করে ইউপিডিএফ ছেড়ে চলে আসা নেতারা।যারা অপহরণ ঘটনার বিষয়ে সব কিছু জানতেন।সেই নেতাদেরও একের পর এক প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ইউপিডিএফ সন্ত্রাসীরা হত্যা করেছে। এদিকে গত ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ইউপিডিএফ কর্তৃক অপহৃত ৫২ জনকে উদ্ধারে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। আজব দেশ! ipdpcjss.wordpress/2013/04/27/kidnapping-of-62-pcjss-members-by-updf-terrorists-and-indifference-stanch-of-the-government-and-passive-roles-of-law-enforcing-authorities/ প্রথম আলো।। ৯ জুন, ২০১৩ রাঙামাটিতে অপহরণ: মামলা হয়নি, তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার মাসেও উদ্ধার হননি ৫২ অপহূত prothom-alo/detail/date/2013-06-09/news/359106
Posted on: Fri, 26 Jul 2013 11:09:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015