দীপু মনির রেকর্ড - TopicsExpress



          

দীপু মনির রেকর্ড বিদেশ সফরে কূটনীতিকদের বিস্ময় দীপু মনির রেকর্ড বিদেশ সফরে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী। তার মতে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বিশ্ব ব্রহ্মাণ্ড সফর করা নয়। ভ্রমণে বিশ্বের ক্ষমতাধর পররাষ্ট্রমন্ত্রীদের রেকর্ড ভেঙে তিনি দেশের জন্য কি অর্জন বয়ে এনেছেন সেই প্রশ্নও রেখেছেন ফারুক চৌধুরী। অপর পেশাদার কূটনীতিক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএম শফি সামী দীপু মনির ৫৪ মাস মেয়াদে প্রায় ৬০০ দিন দেশের বাইরে কাটানোর ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির অবশ্য ভাল-মন্দ বিচারের ভার দীপু মনির ওপরই ছেড়ে দিয়েছেন। তবে তার মতে এসব সফরের মধ্য দিয়ে দেশের কি লাভ হয়েছে দিনের শেষে তা-ই বিবেচ্য হবে। ফারুক চৌধুরী বললেন এটি রেকর্ড ভঙ্গকারী এক মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির রেকর্ড বিদেশ সফর নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সাড়ে চার বছরে মধ্যে প্রায় দু’বছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাইরে কাটিয়েছেন এ তথ্য যদি সত্য হয়, তাহলে এটি নিশ্চয়ই রেকর্ড ভঙ্গকারী। আমি মনে করি দেশের মানুষের মনে এ প্রশ্ন জাগবে-যে এই রেকর্ড ভেঙে বাংলাদেশের কি লাভ হলো? এটাও দেশের মানুষের মনে প্রশ্ন জাগবে- যে সাড়ে চার বছরে বিদেশের ক’জন পররাষ্ট্রমন্ত্রী কত দিনের জন্য বাংলাদেশ সফর করেছেন? এটাও প্রশ্ন জাগবে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর দেশের জন্য কি মঙ্গল বয়ে এনেছে? আমার মতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বিশ্ব ব্রহ্মাণ্ড সফর করা নয়। আমার জানা মতে বিশ্বের কোন পররাষ্ট্রমন্ত্রী বিদেশে এত দীর্ঘ দিন অবস্থান করেননি। আমার মনে হয় করবেনও না। কারণ পররাষ্ট্রমন্ত্রীর কর্তব্য পররাষ্ট্রনীতি প্রণয়নে ভূমিকা রাখা এবং তাকে বাস্তব রূপ দান করতে নেতৃত্ব দেয়া। এটা তিনি কতটুকু করতে পেরেছেন তার বিচার দেশের মানুষই করবে। শফি সামীর মতে ‘অবিশ্বাস্য ঘটনা’ সাড়ে ৪ বছরে প্রায় ৬০০ দিন পররাষ্ট্রমন্ত্রীর দেশের বাইরে অবস্থানের ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএম শফি সামী। মানবজমিন-এর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। কূটনীতিক শফি সামী তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, এ সংখ্যা আমি বিশ্বাস করতে চাই না। উল্লিখিত হিসাবে ভুলভ্রান্তি আছে ধরে নিয়েই বলবো- অন্য মন্ত্রীদের তুলনায় সঙ্গত কারণেই পররাষ্ট্রমন্ত্রী বেশি বিদেশে যাবেন। কিন্তু এটা হতে হবে জাতীয় স্বার্থ এবং দেশের অর্থনৈতিক সঙ্গতি বিবেচনায় রেখে। আমরা সাধারণত দ্বিপক্ষীয় সফরগুলোর ওপর গুরুত্ব আরোপ করে থাকি। তার এ সফরের মধ্যে কতটা দ্বিপক্ষীয় সফর রয়েছে তা জানা খুবই প্রয়োজন। দ্বিপক্ষীয়- অর্ধ দ্বিপক্ষীয় সব মিলে গোটা বিশেক হবে জানানো হলে ভারত ও পাকিস্তানের হাইকমিশনার এবং বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী এ কূটনীতিক বলেন, আমার জানা মতে এক মেয়াদে বাংলাদেশের কোন পররাষ্ট্রমন্ত্রী অতীতে এতদিন বাইরে অবস্থান করেননি। একটি উন্নয়নশীল দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডা. দীপু মনি অবশ্যই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। তবে কোন্ সম্মেলনে তার উপস্থিতি জরুরি এবং সেই সফর দেশের স্বার্থসংশ্লিষ্ট কিনা তা সবার আগে বিবেচনায় নিতে হবে। অবশ্যই এসব সফর বাংলাদেশের মতো একটি দেশের আর্থিক সঙ্গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। শফি সামী বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাজ নীতি প্রণয়ন এবং তার বাস্তবায়নের ওপর দৃষ্টি রাখা। তার দীর্ঘ অনুপস্থিতি মৌলিক কাজকর্মে ব্যাঘাত ঘটিয়েছে বলেই আমার ধারণা। বিশ্বের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী (সদ্য সাবেক) হিলারি ক্লিনটন তার পূর্ণ মেয়াদে ১১২টি রাষ্ট্র সফরে ৩০৬ দিন যুক্তরাষ্ট্রের বাইরে কাটিয়েছেন। তুলানামূলক পরিসংখ্যান উপস্থান পরে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক পররাষ্ট্র সচিব সিএম শফি সামী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না। তারও বলবো- সেই তুলনায়ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বিশ্ব ভ্রমণ কোনমতেই যৌক্তিক মনে হয় না। বিচারের ভার মন্ত্রীর ওপরই দিলেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, তিনি যেভাবে ভাল মনে করছেন হয়তো সেভাবেই তার দায়িত্ব পালন করেছেন। ভাল-মন্দ বিচারের ভার তার ওপরই থাকলো। আমি এখানে ৩টি মৌলিক বিষয় উত্থাপন করতে চাই। প্রথমত, তার এ সফরের মধ্য দিয়ে ধারণাগতভাবে বহির্বিশ্বে বাংলাদেশের গুরুত্ব কতটা বাড়লো? দ্বিতীয়ত, আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় যেমন ব্যবসা- বাণিজ্য, জনশক্তি রপ্তানির পুরনো বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টি এবং প্রবাসী বাংলাদেশের ভাল-মন্দ দেখভাল করা ইত্যাদি ক্ষেত্রে বাস্তবে কতটা অগ্রগতি হয়েছে। তৃতীয়ত, সামগ্রিক অর্থে কাঠামোগতভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশস্থ মিশনগুলোর কার্যক্রম কতটা শক্তিশালী ও সমপ্রসারিত করা গেছে। উল্লিখিত প্রশ্নগুলোর জবাবের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর সফরের কার্যকারিতা নিহিত বলে মনে করেন ওয়াশিংটন ডিসি ও নেপালে রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হাইকমিশনারের দায়িত্ব পালনকারী পেশাদার এ কূটনীতিক। bd 24 live
Posted on: Wed, 17 Jul 2013 22:15:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015