দেশের জন্য যদি মরতে হয়, - TopicsExpress



          

দেশের জন্য যদি মরতে হয়, আমি মরবো - নাসির! "রংপুরে একটি মেয়েকে প্রথম ভাল লেগেছিল! মেয়েটি ছিল পুতুলের মত দেখতে। মনে মনে বলেছিলাম ও যদি আমার বউ হত। জাতীয় দলে ঢুকার আগে বন্ধুরা ফেসবুকে আইডি খুলে দিল। একদিন একটা রিকয়েস্ট পাটালো একটি মেয়ে, প্রথমে ভেবেছিলাম ফেক আইডি। পরে চ্যাট করার পর এক বৃষ্টির দিনে দেখা করলাম। অন্যরকম একটা ফিলিংস ছিল। তার সাথে অনেক কথা হত, একদিনতো রাত ১২টা থেকে শুরু করে সকাল ৯টা পর্যন্ত কথা বলেছিলাম। তখন বোঝাপড়াটা ভালই ছিল... এরপর, জাতীয় দলে খেলা নিয়ে বেস্ত হয়ে পড়ি। তখনই শুরু হয় ঝামেলা... তাকে আর আগের মত টাইম দিতে পারি না, ব্যাস কিছুদিন পর হয়ে গেল ব্রেকআপ। একটা ছেলেতো সারাদিন একটা মেয়েকে টাইম দিতে পারবে না! তার জন্য আমি খেলা ছেড়ে দিতে পারবে না। তাছাড়া একটা মেয়ের জন্য তো আমি পুরো বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারি না, আর এই কারনেই আমার ব্রেকআপ। দেশের হয়ে খেলতে আমি যে কোন কিছু ছাড়তে রাজি। দেশের জন্য যদি মরতে হয়, আমি মরবো।" - নাসির হোসেন (ঢাকা এফএম ৯০.৪) - স্যালুট বস - { নাসিরের ফ্যানরা লাইক ও শেয়ার করুন } TRC
Posted on: Fri, 28 Jun 2013 16:26:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015