"দোয়া বাবা" এরশাদের দোয়া - TopicsExpress



          

"দোয়া বাবা" এরশাদের দোয়া কি অধ্যাপকের দিকেই গেল? তবে আজমতউল্লাহ দাবী করেছিল নির্লজ্জের মতো যে, তাকে নাকি হেফাজত সমর্থন দিয়েছে। আমি একটা কথা বলি। ্দোয়া বাবা এরশাদের দোয়া এখন বাংলাদেশের রাজনীতিতে কোন ফ্যাক্টর নন। বাংলাদেশের রাজনীতির মূল ফ্যাক্টর হলো এখন আস্তিক-নাস্তিক নামক এক চুতিয়া টাইপের ইস্যু। যার সৃষ্টি কর্তা কিছু খাসী। এবং টাকার বিনিময়ে সেই ইস্যুটি শাহবাগ গণ-জাগরণ মঞ্চের উপর দায়ভার চাপিয়ে দেয়া এবং সুকৌশলে হেফাজত কে জ্বালানী সরবরাহ করা। তবে এখন একটা বিষয় স্পষ্ট, আমরা হীরা ফেলে কাঁচ তুলে নিচ্চি শুধুমাত্র এই একটা ইস্যুর জন্য। আমরা মনে ফিরে যাচ্ছি মধ্যযুগে। যদি ও সেই ফিরে যাওয়ার বাহন হলো গণতন্ত্র!!!
Posted on: Sun, 07 Jul 2013 06:34:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015