দুইটি ভাল সংবাদ... 1. - TopicsExpress



          

দুইটি ভাল সংবাদ... 1. না’গঞ্জে ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন শনিবার কেন্দ্রটির গ্যাস টারবাইন থেকে উৎপাদন হবে ২৭২ মেগাওয়াট ও বাষ্পীয় টারবাইন থেকে হবে ১৪০ মেগাওয়াট। সবমিলিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে এক টাকা ৭১ পয়সা। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, “গ্যাসের সরবরাহে ঘাটতি আছে। কিন্তু সেটা মেটানোরও উদ্যোগ নিয়েছি আমরা। সরবরাহ বাড়ানোর জন্য আগামী মাসেই দুটো কমপ্রেসার বসবে। এছাড়া উৎপাদন বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে।” বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট ক্ষমতা ৮৫৩৭ মেগাওয়াট হলেও মেরামত ও জ্বালানি স্বল্পতার কারণে উৎপাদন প্রায় দুই হাজার মেগাওয়াট কম হয়। পিডিবির হিসাবে, বর্তমান সরকারের সময় ৫৫টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করেছে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৩৮৭০ মেগাওয়াট। এছাড়া ৫৮৭৩ মেগাওয়াট ক্ষমতার আরো ৩১টি কেন্দ্র নির্মাণাধীন। প্রধানমন্ত্রী শনিবার হরিপুর কেন্দ্র উদ্বোধন ছাড়াও সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্রের ভিত্তিস্থাপন করবেন। 2. খাদ্য আমদানি কমার পাশাপাশি রেমিটেন্স ও সাহায্য মিলিয়ে শক্তিশালী অর্থপ্রবাহের কল্যাণে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ। বাণিজ্য ঘাটতিও কমেছে বেশ খানিকটা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ২৫২ কোটি ৫০ লাখ (২ দশমিক ৫২ বিলিয়ন) ডলার উদ্বৃত্ত রয়েছে। তার আগের ২০১১-১২ অর্থবছরে ৪৪ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি (ঋণাত্বক) ছিল। আর ২০১০-১১ অর্থবছরে উদ্বৃত্তের পরিমাণ ছিল ৮৮ কোটি ৫০ লাখ ডলার। Reference: 1. bangla.bdnews24/bangladesh/article662622.bdnews 2. bangla.bdnews24/bangladesh/article662811.bdnews
Posted on: Fri, 23 Aug 2013 16:46:19 +0000

Trending Topics



Recently Viewed Topics



Swa

© 2015