দুধপান অধ্যায় :: সহিহ - TopicsExpress



          

দুধপান অধ্যায় :: সহিহ মুসলিম :: বই ৮ :: হাদিস ৩৪৩৫ কুতায়বা ইবন সাঈদ ও মুহাম্মাদ ইবন রুমহ (র)......আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, সাদে ইবন আবু ওয়াক্কাস এবং আবদ ইবন জামআ উভয়ে একটি সন্তানের ব্যাপারে ঝগড়া করেন । সাদ বললেন, ইয়া রাসুলুল্লাহ (সা)! এ সন্তান উতবা ইবন আবু ওয়াক্কাস, আমার ভাইর বেটা । তিনি আমাকে ওসিয়্যত করেছেন যে, এ সন্তান তারই পুত্র । আপনি তার সাদৃশ্যের প্রতি লক্ষ্য রুকন । আর আবদ ইবন জামআ বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ সন্তান আমার ভাই । আমার পিতার ঔরসে দাসীর গর্ভে জন্মলাভ করেছে । তারপর রাসুলুল্লাহ (সা) সন্তানটির গঠনাকৃতির দিকে লক্ষ্য করলেন । দেখতে পেলেন উতবার সাথে স্পষ্ট সাদৃশ্য রয়েছে । তখন তিনি বললেন, হে আবদ (ইবন জামআ)! সন্তান তো বিছানার অধিপতির আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর (এর শাস্তি) । হে সাওদা বিনত জামআ! তুমি এর থেকে পর্দা করবে । আয়িশা (রাঃ) বলেন, তারপর সে কখনো সাওদা (রাঃ)-কে দেখে নি । মুহাম্মাদ ইবন রুমহ ইয়া আবদ- শব্দটি উল্লেখ করে নি । -------------------------------------------------------------------------------- The Book of Suckling :: Muslim :: Book 8 :: Hadith 3435 Aisha (Allah be pleased with her) reported: Sad b. Abu Waqqas and Abd b. Zama (Allah be pleased with them) disputed with each other over a young boy. Sad said: Messenger of Allah, he is the son of my brother Utba b. Abu Waqqas as he made it explicit that he was his son. Look at his resemblance. Abd b. Zama said Messenger of Allah, he is my brother as he was born on the bed of my father from his slave-girl. Allahs Messenger (way peace he upon him) looked at his resembl-. ance and found a clear resemblance with Utba. (But) he said: He is yours 0 Abd (b. Zama), for the child is to be attributed to one on whose bed it is born, and stoning for a fornicator. Sauda bint Zama, O you should observe veil from him. So he did not see Sauda at all. Muhammad b. Rumh did not make a mention (of the words): O Abd.
Posted on: Fri, 29 Nov 2013 22:01:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015