দুনিয়ায় কি কিতাবের অভাব - TopicsExpress



          

দুনিয়ায় কি কিতাবের অভাব পড়ছে তালিম করার জন্য? এরা শিরক যুক্ত সামান্য একটা কিতাবকেই ছাড়তে পারে না ? ইসলাম শিক্ষার জন্য কি এই ফাজায়েলে আমল নামক শিরক বিদাত জাল জইফ বানোয়াট কিচ্চাকাহিনী যুক্ত কিতাবটি ছাড়া কি আর কোনো কিতাব নাই? এটাকেই কেন দাত দিয়ে আকড়ে ধরে থাকতে হবে? আর তাফসির নাই? আর কোনো হাদিসের কিতাব নাই? আর কোনো সহিহ শুদ্ধ কিতাব নাই ? শিরক মুক্ত কোনো কিতাব কি নাই? বানোয়াট কিচ্ছা কাহিনী ছাড়া সহিহ শুদ্ধ ঘটনার কি কোনো কিতাব নাই ? শিরকি কবিতা মুক্ত কোনো কিতাব কি নাই? আপনাদের বুজুর্গ ভুল লিখছেন এটাই বাদ দিতে পারেন না, কিতাবের শিরকি লেখাগুলো বাদ দিতে পারেন না বা এই শিরক যুক্ত কিতাবই বাদ দিতে পারেন অথচ দাওয়াত দিতেছেন নামাজের ? এক দিকে নামাজ পড়বেন আর সালাম ফিরিয়ে শিরকি কবিতা শিরকি কিচ্ছা প্রচার করবেন আর বলবেন আপনারাই বিনা প্রতিদানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছেন। চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখানো হয় বইয়ের কোথায় কোথায় শিরক কুরান বিরোধী কথা লেখা আছে তারপরেও এরা শিরক খুঁজে পায় না । তাহলে ওই মমতাজ বেগমের দোষ কি যে বলে কুরান ৩০ পারা নয় ৯০ পারা ! ৩০ পারা দৃশ্যমান আর ৬০ পারা অদৃশ্যমান! আপনাদের বুজুর্গের শিরকি কথা যদি জায়েজ হয় তাহলে এই মহিলার এই কথা মানবেন যে কুরান ৯০ পারা? নামাজেরও আগে হচ্ছে ইমান বা আক্বিদা। আক্বীদার মধ্যেই যখন ভয়াবহ শিরক ঢুকে আছে, শিরকি কথা কি সেটাই যখন বুঝেন না তখন কিভাবে দাবি করতে পারেন আপনারাই সেই পথের লোক যাদের কথা কুরানে বল আছে যে এরা প্রতিদান নেয় না। খৃষ্ঠান মিশনারির লোকেরাও প্রতিদান নেই না উল্টা আরো দেয়, টাকা দেয়, খাবার দেয়, কাপড় দেয়। এরা কি তাহলে কুরানে বর্ণিত লোক? নাউজুবিল্লাহ। তাবলিগ করবেন অবশ্যই করবেন। তাবলিগ করা প্রত্যেক নর নারীর উপরেই ফরজ। শয়তানের তাবলিগ তো করা যাবে না । তাবলিগ করতে হবে তাওহীদের। ৪০ দিনের চিল্লা দেওয়া মানে ৪০ টি দিন ধরে একটি ভেজাল কিতাব থেকে শিরকি কিচ্ছা কাহিনী প্রচার করা ! এর নাম তাবলিগ ? তাহলে দেওয়ানবাগীর দোষ দিয়ে লাভ আছে ।
Posted on: Mon, 11 Nov 2013 06:57:55 +0000

Recently Viewed Topics




© 2015