দুপুরে Rock Road এ ঢুকেই দেখি - TopicsExpress



          

দুপুরে Rock Road এ ঢুকেই দেখি Snare Drum এর Skin টা মাঝ বরাবর ফাটা, যত্ন করে তার উপর Scotch tape লাগানো, মেজাজ আর মন দুইটাই প্রচণ্ড খারাপ হয়ে গেল দেখে, এই নিয়ে ৫ম বার দেখলাম এমন দৃশ্য ! ভাল একটা skin এর দাম ১৫০০ টাকার নিচে নাই, কতবার সম্ভব বদলানো ! Drums আমিও বাজাই, Pressure আমার হাতেও আছে, আমি তো ২ বছরেও একটা Skin ফাটাতে পারলাম না ! এই Rock Road এ কখনও কাউকে বাজাতে বাধা দেইনা, নিজের Personal kit ও ভাল মানুষের মত সবাইকে বের করে দেই বাজাতে, খারাপ লাগে যখন মানুষ কে এটার মর্যাদা না রাখতে দেখি, আরও খারাপ লাগে যখন নষ্ট করে ফেলে রেখে যায় আর অস্বীকার ও করে ! সবসময় ভাবতাম, Instrument নিয়ে অন্তত কখনও কৃপণতা করবোনা , যে যা চায়, উজার করে দিবো। শুধু skin এর পিছনে এখন পর্যন্ত ২০ হাজার টাকা খরচ করসি, Drums এর দাম ও এটার চেয়ে কম ছিল, এক ছোট ভাই দুই দিনের জন্যে Snare চেয়ে নিয়ে Mobile off করে পালায় গেসে, একটা নতুন Snare কিনতে গেলে এখন কমপক্ষে ১০ হাজার টাকা লাগবে ! আমি তো চাকরিও করিনা, আমি কোন শিল্পপতির ছেলেও না ! যখন আমি Music এ নতুন তখন একটা ঘণ্টা হলেও drums বাজানোর আশায় মানুষের পিছে পিছে ফকির এর মতন ঘুরতাম, কত অপমান সহ্য করসি শুধু মাত্র Double pedal চাওয়ার অপরাধে, কতবার মানুষ practice room এ ঢুকতে দেয়নাই, Friend দের কাছে হাত পেতে পেতে Practice এর খরচ তুলতাম, পায়ে হেঁটে Bus এর খরচ বাঁচাতাম, College এ Tiffin না খেয়ে খিদে নিয়ে বসে থাকতাম ১০ টা টাকা Save হবে, ১০ দিন না খেলে ১০০ টাকা জমবে, ওইটা দিয়ে ১ ঘণ্টা Practice Pad ভাড়া নিতে পারবো ভেবে ! গরমে ঘেমে শ্বাসকষ্ট উঠে যেত, তাও AC ছেড়ে Practice করতাম না, যেন Pad এর মালিক AC on করিনাই দেখে খুশি হয়ে ২০ টা টাকা কম রাখে ! অতীত কখনো ভুলিনাই, আর এই অভিমান গুলো থেকেই Rock Road শুরু করসিলাম, যেখানে সবাই মনের মত Music করার Chance পাবে, যে কষ্ট আমি পেয়ে আসছি, সেটা যেন আর কেউ না পায়, যে অপমান এর যন্ত্রণা নিয়ে রাত জেগে কাঁদতাম, আর কোন নতুন Drummer যেন ওভাবে না কাঁদে ! কোনদিন লাভ লোকসান চিন্তা করিনাই, লাখ লাখ টাকা চলে গেসে এখন পর্যন্ত সামান্য একটা Room established আর maintain করতে গিয়ে, বাইরে থেকে দেখে অনেক কিছুই বুঝা যায়না হয়ত, কেউ জানেনা নিজের কি ক্ষতি করে মানুষের হাসি কিনতে চাইসি ! এখন মাঝে মাঝে আসলে বুঝি কেন বেশিরভাগ মানুষ উপকার করতে ভয় পায়, সবার জন্য করতে নাই এটাই হয়ত ধ্রুব ! প্রয়োজনের তাগিদেই বেশিরভাগ মানুষের ভালোবাসা পাই সম্ভবত ! Sorry for my rude lines ! যার যায়, সেই জানে !
Posted on: Tue, 01 Apr 2014 10:13:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015