দয়া করে এরিয়ে যাবেন না। ৫ - TopicsExpress



          

দয়া করে এরিয়ে যাবেন না। ৫ মিনিট সময় নিয়ে পরেন আপনার ই লাভ হবে লেখক: Hasanul Haque Mridul -কলেজ থেকে বাসায় ফিরে যখন ফিজিক্স প্রাইভেট এ স্যারের বাসায় গেলাম তখন স্যার একটা রক্তগরম করা নিউজ শুনালেন যা পুরোপুরিই সঠিক এবং তা বাংলা নিউজ গুলোতেও আসছে। - কুষ্টিয়ার এক ছেলে (নামটা টিক মনে নেই) ক্লাস ৫ এ টেলেন্টফুল scholarship পায়। ক্লাস এইট এর প্রায় শেষের দিকে তার পরিবারগত জিনেটিক এক ধরনের সমস্যার ফলে ছেলেটি অন্ধ হয়ে পরে যার ফলে সে অষ্টম শ্রেনী পাশ করতে পারেনি। তারপরও ছেলেটি তার education life বন্ধ করে দেয়নি কারন তার যে এক্টা ছোটবেলার সপ্ন ছিল বড় দেশকে সাহায্য করার। সেই সময় থেকে তার মা বিভিন্ন সারের সহজোগিতায় বই এর অধ্যায় গুলো মোবাইলে রেকরড করে রাখেন যা শুনে শুনে সসচ পরিক্কায় ছেলেটি সায়েন্স থেকে ৪.০০ পায় কলেজ এ গিয়ে আরটস থেকে ইয়ার চ্যাঞ্জ এ সম্মিলিত (সায়েন্স,আরটস,কমারস) প্রথম হয় এবং এইবার hsc তে গোল্ডেন পেয়েছে। এক্টা অন্ধ ছেলে যদি এত কষ্ট করতে পারে এবং এরকম ওর লাইফ গরতে পারে তাহলে আমরা কিসের জন্য? আমাদের কি হাত- পা নাই? না চোখ নাই? আমরা কি এরকম কষ্ট করতে পারিনা? একবার ভাবুন ত যদি আমরা সবাই এ রকম হই তাহলে কি আমেরিকা এবং বাংলাদেশের পারথক্য থাকবে? যদি আমরা সবাই ওই ছেলের মত দ্রির প্রচেষ্টায় এই রকম মেধা নিয়ে বড় হতে পারি তাহলে আমাদের দেশের অবস্তান কোথায় পৌছবে? আপনার শরীরে যদি বিন্দু পরিমান রক্ত থাকে তাহলে ওউ রক্ত গরম করুন। কেননা আপনার মেধার জন্নই বাংলাদেশ অপেক্কা করছে যদি আপনার মেধা থাকে তাহলে কিন্তু আপনার চোখেরও প্রয়োজন নেই কেননা আপনার শরীর থেকেই নিরগত জোতির মাধ্যমেই মানুশ দেখবে কিন্তু মনে রাখবেন আমাদের নুরুল ইসলামের এ+ এর জন্ন না বরং ওই কুষ্টিয়ার ছেলের এ+ দরকার Hasanul Haque Mridul
Posted on: Sat, 18 Oct 2014 14:05:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015