ধানমন্ডি থেকে - TopicsExpress



          

ধানমন্ডি থেকে ট্রান্স সিলভা বাসে করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছি ......... বাসে প্রচন্ড রকমের ভীড় থাকায় সিট না পেয়ে কোন রকম ঝুলে আছি .......... কলাবাগান আসতেই সেই লেবেলের এক পাউডার মাখা জিনস্ সুন্দরী বাসে উঠছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম সুন্দরী ৭০ উর্ধ্বে এক মুরুব্বীর সাথে ঝগড়া করছে মহিলা সিট ছেড়ে দেওয়ার জন্য। মুরুব্বী কাঁপা কাঁপা গলায় বলছেন মা আমার দাড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়, চোখে ও তেমন ভালো দেখতে পাইনা। মেয়েটা মুরুব্বীর কথা মানতে নারাজ, তার একই কথা এই সিট মহিলাদের জন্য বরাদ্দ, আপনি কেন এখানে বসেছেন। মেজাজটা আর ঠিক রাখতে পারলাম না, ভীড় ঠেলে একটু সামনের দিকে গেলাম। --------এই যে মিস্টার একটা মেয়ে মানুষের দিকে এভাবে অসভ্যের মত তাকিয়ে আছেন কেন? --------আসলে আমার সন্দেহ হচ্ছে, --------সন্দেহ হচ্ছে মানে, আপনার ঘরে কি মা বোন নেই? আপনি জানেন আমি একজন ভার্সিটির স্টুডেন্ট। --------আছে, তবে আপনার মত নেই। নিজেকে মেয়ে মানুষ হিসেবে দাবী করছেন কিন্তুু সেখানেই তো আমার সন্দেহ? --------কি বলছেন এইসব ইডিয়ট কোথাকার, --------আপনি আমাকে ইডিয়ট বলেন আর যাই বলেন, একটা মেয়ে মানুষের এই ধরনের পোশাক আর এই ধরনের বাজে আচরণ হতে পারে না। একজন মুরুব্বী মানুষের সাথে কি ধরনের আচরণ করতে হয় তাও শিখেননি? ....ছি ছি ছি ...... --------আপনি জানেন আমার বয়ফ্রেন্ড কে এইসব কথা বললে আপনার কি অবস্থা হতে পারে? --------আপনার বয়ফ্রেন্ড আপনার চরিত্রের হলে অনেক কিছুই হতে পারে কিন্তুু বিষয় সেইটা না আমার দুঃখ হচ্ছে সেই অভাগার জন্য যাকে কিনা আপনি বয়ফ্রেন্ড বলছেন। নিশ্চিত অদূর ভবিষ্যৎতে ঐ অভাগার গলায় ঝুলবে ফকিরের সাইনবোর্ড। আমার কথা শুনে বাসের বসাই এক সুরে বলে উঠলো ....ঠিক ঠিক .....ঠিক ....। >কিছুদূর যেতেই সেই জিনস্ প্যান্ট সুন্দরী বাস থেইক্যা নাইম্মা গেছে, মনে হয় শরম লজ্জা দুইটাই পাইছে। >>ভার্সিটিতে পড়ে! ধ্বিক তোর শিক্ষার, ধ্বিক স্মার্টনেসের ..... -রিয়াজ আহমেদ
Posted on: Thu, 15 Jan 2015 09:07:52 +0000

Trending Topics



ust because. One of
Quédate con nosotros, Señor, esta noche. Quédate para adorar,
I got an iPad for work recently. Does anyone else walk around the

Recently Viewed Topics




© 2015