ধরেন আপনি কারো প্যান্ট - TopicsExpress



          

ধরেন আপনি কারো প্যান্ট চুরি করলেন। বেচারার একটা মাত্র প্যান্ট। তাকে তো বাইরে যেতেই হবে ! আগত্য সে কিছু না পরেই বের হল। এরপর আপনি তাকে দেখে দুঃখ পাবার ভান করে বললেন সেকি তোমার প্যান্ট কই ? ছিঃ ! এভাবে ইজ্জত বাতাসে মেলায় কেউ হাঁটে ? লোকটার কি করা উচিৎ তখন ? নির্ঘাত তার উচিৎ আপনার কানে এক চটকানি দিয়ে তার প্যান্টটি পুনরুদ্ধার করা। তাই না ? মাঝে মাঝে আমি শুনি অমুক দেশের প্রতিবেদন অনুযায়ী তমুক দেশ গরীবের মধ্যে গরীব , ছোটলোকের মধ্যে আরও ছোটলোক। হাসতে হাসতে আমার প্রান যায় । যে দেশগুলোর জন্য বা যে জাতগুলোর জন্য অন্যান্য দেশগুলোর এই অবস্থা তারা ই এসব হিসাব নিকাশ করে বের করে। ব্রিটিশ এখনও একটা গালির নাম ।এইসব দেশ যখন আমাদের নিয়ে হিসাব নিকাশ করে তখন আমাদের মত গরীব দেশের অবস্থা হয় সেই প্যান্ট হারা বালকের মত। আজ ওরোনকো নামে একটা বই পড়ছিলাম।ওরোনকো আফ্রিকান প্রিন্স। সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। ব্রিটিশরা একদিন সেখানে গিয়ে সেই প্রিন্সকে দাস বানায়। একদিন ওরোনকো বিদ্রোহ করে উঠলে তার উপর যে অত্যাচার চালানো হয় তার একটা নমুনা দেই when the thought they were sufficiently revenged on him , they untied him almost fainting with loss of blood , from a thousand wounds all over his body .. and led him bleeding and naked as he was ..then rubbed his wounds , to complete their cruelty , with indian pepper which had like to have made him raving mad ... এই কোটেশন মুখস্ত করতে গিয়ে ঘৃণায় অনেকটা কুঁকড়ে যাই । এই সেই ব্রিটিশ ! আমরা এখনকার এই ল্যাংটা ছেলেগুলো !! কি সেলুকাস ! হায় কি সেলুকাস !
Posted on: Wed, 16 Jul 2014 12:28:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015