ধরে নিচ্ছি, আমি ‘মারা’ - TopicsExpress



          

ধরে নিচ্ছি, আমি ‘মারা’ গেছি। কিন্তু কেউ আমার কথা ভাববেনা বা আমার অভাববোধ করবে না! সত্যিই করবে না! যেকোন জায়গাতেই আমি ‘বোরিং’ একটা ক্যারেক্টার! সুন্দর করে গুছিয়ে কিছু বলতে পারি না, সুন্দর করে কাউকে বোঝাতেও পারি না। . কাউকে হাসাতে পারি না, প্রান খুলে হাসতেও পারি না। একঝাঁক তরুণ- তরুণীর আড্ডার মাঝে আমার কোন অস্তিত্ব নেই। আমার জন্য কারো মনে হয়তো এতটুকু জায়গা তৈরী হয়নি। . আমি প্রেম করি না। তাই প্রেমিকা নামক আরাধ্য বস্তুটিও আমার অভাববোধ করবে না। এখন পর্যন্ত আমার উপর কেউ নির্ভরশীল নয়। এতগুলো কারণেই কখনো কেউ আমার অভাব বোধ করবে না; এটাই স্বাভাবিক! তবুও জীবন থেকে এতগুলো বছর পার করেছি। ‘মা’ নামক অদ্ভুত একজন নারী এতদিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। অদ্ভুততো বটেই! দশমাস মায়ের পেটে বোঝা হয়ে ছিলাম। জন্মানোর সময় অসহ্য কস্টও দিয়েছিলাম। বাবা ছোট্ট বয়সে মারা যাবার পর ক্লান্তিহীন এক রোবটের মতো খেটে যাচ্ছেন । এখন পর্যন্ত আমার দ্বারা সেই অদ্ভুত মানুষটির তেমনভাবে উপকৃত হয়েছেন বলে মনে হয় না। আমার গায়ের চামড়া কেটে জুতো বানিয়ে দিলেও তার ঋণের কোটিভাগের একভাগও পূরণ হবে না।কামাই করাতো দূরে থাক এখন পর্যন্ত তাঁর ঘাড়েই আছি।! যাইহোক, এসব কথা বলতে চাচ্ছি না। কারণ মায়ের কথা বলেতো আর শেষ করা যায় না। যা বলছিলাম, সেখানেই ফিরে যাই। কেউ আমার অভাব বোধ করবে না। আমি মরার পর আড্ডাস্থলে কেউ বলবে না- “ইস! রিদোয়ান ছেলেটা আজ থাকলে অনেক মজা হতো!” কিভাবেই বা বলবে? আমিই তো সেই সুযোগটুকুই তৈরী করিনি! আর তাইতো আমার অভাববোধ করার প্রশ্নই আসে না! কিন্তু...কিন্তু আমার এতশত ব্যর্থতার পরেও; আমারই মৃত্যুর পর সেই মমতাময়ী মা নামক অদ্ভুত মানুষ টি যে সারাজীবন কাঁদবে তাতে কোন সন্দেহ নেই! তাইতো কেন যেন আমি মূল্যহীন হয়েও অমূল্য আমার মায়ের কাছে । আমার মায়ের চোখে রত্ন হিসেবেই পরিচিত তার কাছে সন্তান কেই চাই কোন লোভ লালসা নাই। মায়ের ‘মায়ার’ এই জীবনকে ছেড়ে মরতে তাই খুব ভয় পাই smile emoticon উৎসর্গ -মমতাময়ী মাকে। -ধরনীর অমূল্য সম্পদের (মায়ের) মূল্যহীন সন্তান রিদোয়ান।
Posted on: Fri, 23 Jan 2015 05:00:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015