নিচে মওদূদীবাদীদের - TopicsExpress



          

নিচে মওদূদীবাদীদের কয়েকটি জগন্য কুফরী আকিদা পেশ করা হল । খুব ভালো করে পড়ে আপনি সিদ্ধান্ত দেন মওদূদীবাদ কি এবং কেন মুসলমানরা তাদের বিরুধীতা করে । আল্লাহ পাক সম্পর্কে কুফরী আক্বীদাঃ “যে ক্ষেত্রে নর-নারীর অবাধ মেলামেশা, সেক্ষেত্রে যেনার কারণে (আল্লাহ পাকের আদেশকৃত) রজম শাস্তি প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম।” (নাঊযুবিল্লাহ) (তাফহীমাত, ২য় খন্ড, ২৮১ পৃষ্ঠা) ফেরেশতা সম্পর্কে কুফরী আক্বীদাঃ “ফেরেশতা প্রায় ঐ জিনিস যাকে গ্রীক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরাদেবী-দেবতা স্থির করেছে ।” (নাঊযুবিল্লাহ) (তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন, ১০ পৃষ্ঠা) আম্বিয়া আলাইহিমুছ ছালাত ওয়াস সালাম সম্পর্কে কুফরী আক্বীদাঃ “নবীগণ মা’ছূম নন। প্রত্যক নবী গুনাহ করেছেন।” (নাঊযুবিল্লাহ) (তাফহীমাত, ২য় খন্ড, ৪৩ পৃষ্ঠা) হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুফরী আক্বীদাঃ “মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না।”(নাঊযুবিল্লাহ) (তরজমানুস্ সুন্নাহ, ৩য় খন্ড, ৩০৫ পৃষ্ঠা) সাহাবা কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সম্পর্কেকুফরী আক্বীদাঃ “সাহাবাদিগকে সত্যের মাপকাঠি জানবে না।” (নাঊযুবিল্লাহ) (দস্তরে জামাতে ইসলামী, ৭ পৃষ্ঠা) দেখুন জামাত শিবিরের ইসলাম কি বলে -মুসলমানের ইসলাম বলে -দ্বীনের আসল মকছুদ নামায, রোযা, হজ্ব,যাকাত কায়েম করা। (শরহুল আকায়েদ, ৩০৪ পৃষ্ঠা)। মওদুদী বলে -“দ্বীনের আসল মকছুদ হলো ইসলামী হুকুমত। নামায, রোযা, হজ্জ,যাকাত ইত্যাদি সমস্ত ইবাদত হলো উক্ত মকছুদ অর্জনের মাধ্যম” (তাফহীমাত, পৃষ্টা ৬৯,খন্ড ১ম নামাজ রোজার হাকীকত পৃষ্টা) সুন্নতে রাসূল সম্পর্কেমওদুদীরভ্রান্ত মতবাদঃ মওদুদী বলে -“হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরআদত, আখলাককে সুন্নত বলা এবংতা অনুসরণে জোর দেয়া আমার মতে সাংঘাতিক ধরনের বিদয়াতও মারাত্মক ধর্মবিকৃতি। - (রাছায়েল মাছায়েল, ১৮২,১৮৩ পৃষ্ঠা ১ম খন্ড)। মওদুদী বলে -“দাড়ি কাটা ছাঁটা জায়িয। কেটে ছেঁটে এক মুষ্টির কম হলেও ক্ষতি নেই। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেপরিমাণ দাড়ি রেখেছেনসে পরিমাণ দাড়িরাখাকেসুন্নত বলা এবং এর অনুসরণে জোর দেয়া আমারমতে মারাত্মক অন্যায়”। -(রাছায়েল মাছায়েল, ১ম খণ্ড, ২৪৭ পৃষ্ঠা)। পোশাক পরিচ্ছদ, চাল-চলন ইত্যাদি সম্পর্কে মওদুদী বলে -“পোশাক পরিচ্ছদ, চাল-চলন, আকৃতি-প্রকৃতি চুল কার্টিং ইত্যাদির ব্যাপারে বিধর্মীদের অনুকরণ করতে কোন দোষ নেই ”। -(তরজুমানুল কুরআন, ছফর সংখ্যা, ১৩৬৯ হিজরী)।
Posted on: Tue, 27 Aug 2013 01:09:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015