না জানলে, জেনে - TopicsExpress



          

না জানলে, জেনে নিবেন... ফেইসবুক চালাইতে চালাইতে অনেকেই অনেক কিছুই শিখা যায়... তাছাড়া, আমরা ফেইসবুক কি শুধু মাত্র একটা উদ্দেশ্যেই ব্যবহার করবো??? মনে রাখবেন... ইংরেজীতে অধিকাংশ ক্ষেত্রেই T এরপর U থাকলে, বাংলায় তা “চ” এর মতো উচ্চারিত হয়। যেমনঃ Tuesday = “টুইস ডে” ....না... চ্যুউজ্‌ ডে তেমনি ভাবে lecTUre কে যদি “লেকটুরি” ... আর ... picTUre কে যদি “পিক্‌টুরি” উচ্চারন করেন, তবে আপনার fuTUre (ফিউচার) ও ফুটুরি হইয়া যাবে... :P আগে আমার নামটা ইংরেজীতে দেয়া ছিল Hasanik Ritual ... আর, কিছু মানুষ সাথে আপন অনেক জনেরাই এই Ritual শব্দটাকে ‘রাতুল’ ‘রাতুল’ করতো। আমি বার বার বলার পরও তাদের মুখে “হাসানিক রাতুল” কথাটাই চলে আসতো... :( বাংলা লেখার কল্যাণে বাংলাকে ভালবেসেই নিজের নামটাও দিয়ে দিলাম বাংলাতে। যাতে করে এইবার কারো ভুল না হয়। ওমা্‌...! ...এইবার আরেক মুসিবত! “রাইচুয়াল” ...এই শব্দটাকে ইংরেজীতে বানান করতেও ভুল করে। হবে Ritual ... তারা লেখে Raichual ... বিনয়ের সাথে শুদ্ধ কইরা দিতে গেলেও সহ্য করতে হয় ‘বিদিকিচ্চির তান্ডব’ ... ”ইংরেজী কি বেশী পারেন???” .... “হেহ্‌... এতো দেমাগ দেখান ক্যান???” আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু কাজের সময় মনে রাখতে পারি না। আবার অনেকেই অনেক কিছু জানিই না। জেনে নিলে ক্ষতি কি??? ... আমরা আসলে শিখতেই চাই না, সবসময় শিখাইতেই উস্তাদ। শিখার মতো প্রত্যেকের কাছে কিছু থাকলেও আগে আমরা তাদের দিকে বিশেষ ভাবে তাকাইয়া থাকি। চোখের দেখায় যদি ভালো লাগে, তো শিখতে কোন আপত্তি নাই। ...আর যদি ভালো না লাগে.... “হুহ্‌” বইলাই মুখটা ঘুরাইয়া ফেলি :( Anyways... this is RITUAL (রাইচুয়াল) ...not ...Raichual... :)
Posted on: Tue, 22 Jul 2014 19:13:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015