নেতা নয়,দায়িত্বশীল হতে - TopicsExpress



          

নেতা নয়,দায়িত্বশীল হতে হবে........................... একটা গাড়িকে সঠিক ভাবে চালানো্র জন্য দক্ষ ও যোগ্য Driver লাগবে। অযোগ্য Driver দিয়ে গাড়ি চালালে সঠিক গন্তব্য পৌছার চাইতে Accident এর সম্ভাবনাই বেশি থাকে। গাড়ি চালক যে দিকেই গাড়ি চালাকনা কেন তার আরোহীরা ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক সে দিকেই যেতে বাধ্য হয়। সংগঠনকে এবং জাতিকে সঠিক গন্তব্য পৌছানোর জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। দায়িত্বশিলরা যদি অদুরদর্শিতার পরিচয় দেই তাহলে তার গাড়ির আরোহীরা সঠিক জায়গাই পৌছার পরিবর্তে ভুল জায়গার দিকেই ধাবিত হবে। তাই জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তথাকথিত নেতা হওয়ার পরিবর্তে দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কর্তৃত্ব ও আনুগত্যর মধ্য Balance রক্ষা করতে না পারলে ব্যাপক অসামঞ্জস্যতা ও কাজে স্তবিরতা আসবে ব্যাপক ভাবে।সংগঠনের কাজে স্তবিরতা আসলে ভয়াবহ ক্ষতির সম্মুখিন হবে যা Recover করা অনেক কষ্ট হয়ে যাবে। এই স্তবিরতা চলতে থাকলে আমাদের কাংখিত লক্ষে পৌছা তেমন অসম্ভব যেমন মোটর গাড়িতে করে বাংলাদেশ থেকে আমেরিকা পৌছা। তাই কর্তৃত্বশীলদের নেতাগিরিভাব পরিহার করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তবেই কাংখিত লক্ষে পৌছা সম্ভব।
Posted on: Wed, 22 Oct 2014 15:32:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015