নিত্যনতুন টেকনোলজির - TopicsExpress



          

নিত্যনতুন টেকনোলজির ইলেক্ট্রনিক গ্যাজেটের প্রতি আমার অপরিসীম আগ্রহ অনেক আগে থেকেই। সাড়া বছর নুতন কোন জামা কাপড় না কিনলে আমার কিচ্ছু যায় আসে না কিন্ত নতুন কোন গ্যাজেট রিলিজ পেতে দেখলে আমার নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। মুঠোফোন এগুলোর মধ্যে অন্যতম। যখন থেকে বুঝতে শুরু করলাম জিনিসটা আসলে কি তখন থেকে সারাদিন সময় কাটানোর মতন একটা যন্ত্র পেয়ে গেলাম। নোকিয়া ১১০০ এর সেই স্নেক গেইম থেকে শুরু করে আজ যুগের বিবর্তনে প্রযুক্তির বিপ্লবে আজ মানব সভ্যতা উন্নতির শীর্ষে। সেই তখন থেকেই মুঠোফোন নামক বন্ধুটা আমার পিছু ছাড়ল না, অথবা একটু অন্যভাবে বলা যেতে পারে আমি মুঠোফোনের পিছু ছাড়ি নাই, যতই ঝড় ঝঞ্ঝাট আসুক। তাই সময়ের সেরা মুঠোফোন LG G3 যখন বিশ্ব-বাজারে এলো কোন সুস্বাদু খাবার দেখলে পেটুক যেমন লোভ সামলাতে পারে না ঠিক তেমনি আমিও পারলাম না লোভ সামলাতে। তাই শেষ মেস নিয়েই নিলাম এই মুঠোফোনটি। পূর্বের Galaxy s4 কে বিদায় জানাতে একটু বেদনা অনুভব করছি। আসলে একটু না অনেক কারণ এটি ব্যাবহার করে যতটা মজা পেয়েছি সেটা আর কোন ফোনে পাব কিনা সন্দেহ আছে। মুখ ফুটে কিছু না বলার পরও আমার চাওয়া বুঝতে পারা আর সব কিছুর জন্যে আব্বুকে অনেক বেশী ধন্যবাদ। LG G3 Tech Spec: lg/global/g3/index.html Operating System: Android 4.4 KitKat Processor: 2.5GHz Qualcomm Snapdragon 801 quad-core processor, Quad Core, 2500 MHz, Krait 400 Graphics processor: Adreno 330 RAM: 3GB Screen: 5.5 True QUAD HD (2560 x 1440) Resolution Pixel Density: 534 ppi Camera: 13MP rear, 2.1MP Selfie, Dual LED Flash, BSI, Auto Focus, HDR, Panaroma Aperture: F2.4, Sensor size: 1/3.06 Camcorder: 3840x2160 (4K) Storage: 32GB internal + microSD up to 128GB Data: 4G/LTE Battery: 3000mAh Size: 146.3 x 74.6 x 8.9 mm Weight: 150g
Posted on: Sat, 12 Jul 2014 14:56:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015