নোবেল প্রাইজ সম্পর্কে - TopicsExpress



          

নোবেল প্রাইজ সম্পর্কে জানার পর আমার মাথায় প্রশ্ন এসেছিল গণিত ক্ষেত্রে কেন এই পুরষ্কার দেওয়া হয়না? এই বিষয়ে অনেক দিন আগে একটা গল্প শুনেছিলাম। আলফ্রেড নোবেল, নোবেল প্রাইজের প্রবর্তক, তাঁর স্ত্রী নাকি একজন গণিতবিদের সাথে ভেগে গিয়েছিলেন! যখন শুনেছিলাম তখনই ব্যাপারটা হাস্যকর লেগেছিল ( আমার নিজের ধারণা ছিল, গণিতবিদদের ফষ্টিনষ্টি করার মত সময় থাকেনা ) যাই হোক, পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, ঘটনা আসলেও সত্যি। আলফ্রেড নোবেল বিয়েই করেননি তবে তিনি Alexandra নামে এক নারীকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই নারী তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরবর্তীতে তিনি তাঁর সেক্রেটারির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, যদিও এর পরিণতি ভালো ছিলনা, তাঁর সেক্রেটারি তাঁর সাবেক প্রেমিককে বিয়ে করেন! তবে নোবেল এর সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল সোফি হেস এর সাথে, তার সাথে ১৮ বছরের সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের মধ্যে চিঠিপত্রের আদানপ্রদানও হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাঁদের মধ্যে বিয়ে হয়নি। এখন প্রথমত, এই তিন নারী বাদে আর কোন নারীর সাথে সম্পর্কে জড়ানোর দলিল-প্রমাণ পাওয়া যায়নি। দ্বিতীয়ত,এই নারীদের সাথে কোন গণিতবিদের চেনাজানা ছিলনা আর তৃতীয়ত, প্রথম জনের সাথে তার সম্পর্ক ছিল ক্ষণস্থায়ী এবং দ্বিতীয় জনের সাথে বাকি জীবন contact ছিল। তাই কোন গণিতবিদের উপর রোষ থেকে নোবেল গণিতে পুরষ্কার দেননি এই অমুলক ধারণা বর্জন করা যায়। ধারণা করা যায়, উইল তৈরি করার সময় নোবেলের মাথায় গণিতের কথা মাথায়ই আসেনি। অথবা গণিতের বাস্তবিক বা প্রায়োগিক দিকটি উপলব্ধি করতে হয়ত তিনি সক্ষম হননি। তাই এই বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া থেকে বিরত থাকেন। আলফ্রেড নোবেল তার সম্পত্তির প্রায় ৯৪% (যা ২৩৫ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য) এই পুরষ্কারের পিছনে দান করে যান। এখন গণিতে নোবেল পুরষ্কার দেওয়া না হলেও দুইটি গুরুত্বপূর্ণ পুরষ্কার দেওয়া হয় যার একটি হল আবেল পুরষ্কার ও ফিল্ডস মেডেল। এই পুরষ্কার দুইটির মধ্যে দুটোকেই গণিতের নোবেল বলে আখ্যায়িত করা হয়। যাই হোক ফিল্ডস মেডেল চার বছর অন্তর অন্তর দেওয়া হয়। দুই,তিন অথবা চার জন গণিতবিদ যাদের বয়স ৪০ এর বেশি নয় এবং যারা গণিতে অভূতপূর্ব কোন অবদান রেখেছেন তাদেরকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কানাডিয়ান গণিতবিদ জন চার্লস ফিল্ডস এর সম্মান দেখিয়ে এই পুরষ্কারের নামকরণ করা হয়েছে। ১৯৩৬ সাল থেকে চালু হয় ফিল্ডস মেডেল। তবে এইবারই (২০১৪) কোন নারী প্রথম এই সম্মান অর্জন করেন। তার নাম মারিয়াম মির্জাখানি ( Maryam Mirzakhani )। মির্জাখানির প্রথমদিকের কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Riemann Surface এর Modulli Space এর Volume calculate করা, এটি ছিল একটি জটিল জ্যামিতিক সমস্যা যা তিনি সমাধান করেন। এই Moduli Space হচ্ছে এক ধরণের জ্যামিতিক অবজেক্ট যার বিন্দুগুলো এক একটি ভিন্ন হাইপারবলিক সারফেস কে represent করে। অধিকাংশ ক্ষেত্রেই এই অবজেক্টগুলো তাত্ত্বিক ( Theoretical ) তবে এর কিছু বাস্তব উদাহরণ আছে যেমন এমিবা ( Amoebae ) বা ডোনাট! তিনি এই অবজেক্টগুলোর সারফেসের উপর কতগুলো লুপ অঙ্কন করেন এবং তাঁদের দৈর্ঘ্য হিসাব করে সমস্যার সমাধান করেন! মির্জাখানির জন্ম ইরানে,১৯৭৭ সালে। ১৯৯৪ সালে হংকঙয়ে ও ১৯৯৫ সালে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত International Mathematical Olympiad (IMO) তে গোল্ড মেডেল অর্জন করেন। যার মধ্যে ১৯৯৫ সালে তিনি প্রথম ইরানীয়ান হিসেবে পারফেক্ট স্কোর ( ৭ টা সমস্যার ৭ টাই সমাধান, ৪২/৪২ ) অর্জন করেন! তিনি তেহরান এর Sharif University of Technology থেকে mathematics এ B.Sc ডিগ্রি অর্জন করেন এবং Ph.D এর জন্য যুক্তরাষ্ট্রে যান। ২০০৪ সালে Harvard থেকে Ph.D অর্জন করেন এবং কিছুদিন Princeton University এর শিক্ষক ছিলেন। ২০০৮ সাল থেকে তিনি Stanford University এর Mathematics এর শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তার ৩ বছরের একটি মেয়ে আছে। আলো আরো আলো
Posted on: Sun, 21 Sep 2014 05:09:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015